Bengal CPIM Congress : পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচনের আগে আবারও সিপিএমের অভ্যন্তরে কংগ্রেস-যোগ নিয়ে বিতর্ক তুঙ্গে। বুধবার রাজ্য কমিটির বৈঠকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— একাধিক জেলার নেতারা খোলাখুলি জানালেন, কংগ্রেসের সঙ্গে জোটে লাভ নেই। তাঁদের অভিযোগ, বামফ্রন্টের প্রার্থীদের পাশে কংগ্রেসের ভোটাররা দাঁড়ান না।
বর্ধমান পূর্ব, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকজন জেলা নেতা সরাসরি প্রশ্ন তুলেছেন আলিমুদ্দিন স্ট্রিটের শীর্ষ নেতৃত্বকে। তাঁদের মতে, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করলে বাম ভোট কংগ্রেসের দিকে সরে যায়, কিন্তু তার উল্টোটা ঘটে না। যদিও এ অভিযোগ নতুন নয়, অতীতেও দলীয় অন্দরে এই অভিযোগ একাধিকবার উঠেছে।
প্রথম দিনের বৈঠকে দলের সাধারণ সম্পাদক এম. এ. বেবির উপস্থিতিতেই এই সমালোচনা শুনতে হয় রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে। তবে শুধু সমালোচনা নয়, বৈঠকে উঠে আসে বামফ্রন্ট শরিকদের অবস্থানও। ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি স্পষ্ট জানিয়েছেন— কংগ্রেসকে বাদ দিয়েই আসন ভাগাভাগি চান তাঁরা। এমনকি ১৯৭৭ সালের নির্বাচনে যে আসনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, সেই আসনগুলো ফের দাবি জানিয়েছে এই দুই শরিক দল।
এদিন বামফ্রন্টের বৈঠকের রিপোর্টও রাজ্য কমিটির সভায় পেশ করেন সেলিম। সেখানে স্পষ্ট হয়— একাংশ এখনো কংগ্রেস বা আইএসএফের সঙ্গে জোটে আগ্রহী। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনই। সেলিম জানিয়েছেন, যেখানে জোট হবে, সেখানে সাংগঠনিক প্রস্তুতি যাতে কোনভাবেই শিথিল না হয়, তার দিকে কঠোর নজর দিতে হবে।
রাজনৈতিক মহলের মত, এই টানাপোড়েনের মধ্যেই পরিষ্কার হচ্ছে— সিপিএমের অভ্যন্তরে কংগ্রেস-নীতি নিয়ে বিভাজন এখনও প্রবল। নির্বাচনী কৌশল ঠিক করতে গিয়ে এই বিভাজন কিভাবে সামলাবে আলিমুদ্দিন, সেদিকেই এখন নজর রাজ্যের রাজনৈতিক মহলের।