খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 12:38 PM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ১২:৩৮ অপরাহ্ণ

Bani Vidya Pith : বাণী বিদ্যা পিঠ বালিকা বিদ্যালয়ে সপ্তম বারের মতো চুরির ঘটনা

Bani Vidya Pith
1 minute read

Bani Vidya Pith : রাজধানীতে ফের ঘটলো নজিরবিহীন চুরি। বনেদী শিক্ষাপ্রতিষ্ঠান বাণী বিদ্যা পিঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, যা একসময় শিক্ষা, প্রতিভা বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে সুনাম কুড়িয়েছিল, এখন বারবার চোরের তাণ্ডবে শিরোনামে আসছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে চোরের একটি দল বিদ্যালয়ে প্রবেশ করে কম্পিউটার রুমের তালা ভেঙে সরঞ্জাম চুরি করতে উদ্যত হয়।

চুরির লক্ষ্য ছিল একটি মনিটর, একটি সিপিইউ, পাঁচটি ইউপিএস এবং একটি সিলিং ফ্যান। সবকিছু বাক্সে ভরে নেয়ার প্রস্তুতি চলছিল, ঠিক তখনই রাতের টহলরত পুলিশের নজরে পড়ে যায় ঘটনাটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা দ্রুত সব সরঞ্জাম ফেলে পালিয়ে যায়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পরদিন সকালে বিদ্যালয়ের প্রহরী বিষয়টি জানালে, প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকারা হতবাক হয়ে পড়েন। চুরির পাশাপাশি বিদ্যালয়ের ১৭টি জানালা ভাঙচুর করেছে চোরেরা।

বিদ্যালয়ের শিক্ষক শঙ্কর সাহা জানান, “এটি বিদ্যালয়ের সপ্তম চুরির ঘটনা। রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।” স্থানীয় বাসিন্দারাও একই সুরে বলেছেন, বারবার এ ধরনের ঘটনা বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।

For All Latest Updates

ভিডিও