Bangladeshi News : ত্রিপুরার বরজলা বিধানসভা কেন্দ্রের শর্মালুঙ্গা এলাকায় দায়ের কোপে গুরুতর জখম হলেন ঝন্টু বিশ্বাস, যিনি প্রয়াত বাম বিধায়ক ঝুমু সরকারের মামাতো ভাই বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ঝন্টু বিশ্বাসের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে দু’জনের বিরুদ্ধে—মানিক দাস ও তার শ্যালক রনি দাস। অভিযোগ করা হয়েছে, এরা দু’জনই নাকি জন্মসূত্রে বাংলাদেশি এবং গত দুই থেকে তিন বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এলাকায় বসবাস শুরু করে। তাদের বিরুদ্ধে ভারতীয় পরিচয়পত্র জাল করার অভিযোগও উঠেছে। যদিও এসব অভিযোগের সরকারি নিশ্চিতকরণ এখনো পাওয়া যায়নি।
আহত ঝন্টু বিশ্বাস জানান, এলাকায় কয়েকজন কিশোরের মধ্যে মারামারি শুরু হলে তিনি পরিস্থিতি শান্ত করতে এগিয়ে যান। সেই সময়ই আকস্মিকভাবে মানিক দাস ও রনি দাস মিলে দা নিয়ে তার উপর আক্রমণ চালায় বলে অভিযোগ। ঝন্টুর দাবি, তাকে লক্ষ্য করে ধারালো দা দিয়ে একাধিকবার কোপানো হয়, যার ফলে তিনি গুরুতর জখম হন। ঘটনাস্থল থেকে তাকে তড়িঘড়ি করে আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন।
ঝন্টু বিশ্বাস আরও অভিযোগ করেন, মানিক দাসের বিরুদ্ধে জিআরপি থানায় আগেও একাধিক মামলা রয়েছে। এলাকাবাসীর একাংশের দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এখানে স্থায়ীভাবে থাকার চেষ্টা করছে এবং স্থানীয় সমাজদ্রোহী কিছু মানুষের মদতে তারা নানা অবৈধ কার্যকলাপে যুক্ত রয়েছে বলেও কথিত অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করেছে। তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ ঘটনার পর শর্মালুঙ্গা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ দেখা দিয়েছে।



