খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Friday, 29 August 2025 - 09:37 PM
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ - ০৯:৩৭ অপরাহ্ণ

Bangladeshi illegal Entry Tripura : ভুয়া আধার কার্ডে কাজের চেষ্টায় সীমান্তে আটক বাংলাদেশী

Bangladeshi illegal Entry Tripura
1 minute read

Bangladeshi illegal Entry Tripura : ত্রিপুরার সীমান্ত এলাকা আবারও আলোচনায়। সিপাহিজলা জেলার ভবানীপুর সীমান্তে অভিযানে নেমে বড় সাফল্য পেয়েছে ৬৯ নং বিএসএফ ব্যাটালিয়ন। স্থানীয়দের সহযোগিতায় বিএসএফ সদস্যরা পাঁচ বাংলাদেশী যুবক এবং তাদের সহযোগী এক ভারতীয়কে আটক করতে সক্ষম হয়। পরে আটককৃতদের যাত্রাপুর থানার হাতে তুলে দেওয়া হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, আটক বাংলাদেশী যুবকরা মাত্র ৪০ হাজার টাকার বিনিময়ে দালালচক্রের সহায়তায় ভারতে প্রবেশ করেছিলেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—মাত্র দুই দিনের মধ্যে আধার কার্ড তৈরি করে তাদের ভারতীয় নাগরিক সেজে কাজের সুযোগ করে দেওয়া হবে। অবশেষে তাদের হাতে তুলে দেওয়া হয় জাল আধার কার্ড। কিন্তু বিএসএফের তৎপরতায় পুরো পরিকল্পনা ভেস্তে যায়।

আটককৃতদের মধ্যে ভারতীয় যুবক বাপ্পি কুমার দে (৩১), পিতা তপন দে, বাড়ি ভবানীপুর। বাংলাদেশ থেকে আসা পাঁচজন হলেন—আব্দুল মতিন (২৬), আব্দুল ছত্তার (১৮), নরুল আলম (৩০), মোঃ হাসান (২০) এবং মহম্মদ আরমান হোসেন (১৯)। সবাই একই অঞ্চলের বাসিন্দা।

এই ঘটনার পর স্থানীয় মহলে তীব্র প্রশ্ন উঠেছে। সীমান্তে দিনের পর দিন কড়া নিরাপত্তা থাকলেও কীভাবে দিনের আলোয় তারকাঁটা পেরিয়ে অনুপ্রবেশ ঘটে? আবার কীভাবে দালালচক্র নির্ভয়ে সীমান্তের ভেতরে সক্রিয় থাকতে পারে? স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরেই সীমান্ত এলাকায় এ ধরনের চক্র সক্রিয়, যারা অর্থের বিনিময়ে ভুয়া নথি জোগাড় করে দেয়।

বিশেষজ্ঞদের মতে, ভুয়া আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ জাতীয় নথি যদি দালালদের মাধ্যমে এভাবে অবৈধ হাতে পৌঁছে যায়, তবে তা শুধু নিরাপত্তা ঝুঁকি নয়, বরং অর্থনীতি ও সমাজের জন্যও হুমকি। কারণ এভাবে ভুয়া পরিচয়ে যারা কাজ পাবে, তারা সরকারি সুবিধা ভোগ করার পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িয়ে পড়তে পারে।

স্থানীয় প্রশাসন বলছে, এ ঘটনায় তদন্ত চলছে। কে বা কারা এই চক্রের মূল হোতা, কীভাবে এত অল্প সময়ে আধার কার্ড তৈরি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক বাংলাদেশীদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও ভুয়া নথি রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সীমান্ত এলাকায় বারবার এ ধরনের ঘটনা ঘটায় নতুন করে প্রশ্ন উঠছে ভারতের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। কেন্দ্রীয় সরকারের কঠোর নজরদারি সত্ত্বেও অনুপ্রবেশকারীদের যাতায়াত বন্ধ হচ্ছে না কেন—এখন সেটাই সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।

For All Latest Updates

ভিডিও