খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 08:42 AM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৮:৪২ পূর্বাহ্ণ

Bangladesh Reporter House Attacked : সিলেটে আগাম ঘোষণা দিয়ে এক সাংবাদিকের বাড়িতে হামলা চালালো কট্টর মৌলবাদী জঙ্গিরা

Bangladesh Reporter House Attacked
1 minute read

Bangladesh Reporter House Attacked : মোঃ ইউনুস পরিচালনাধীন বাংলাদেশে নিরন্তর হিন্দু নিধন যজ্ঞ চালাচ্ছে সেখানকার কট্টর মৌলবাদীরা। বেছে বেছে হিন্দু সংখ্যালঘু শ্রেণীর মানুষ কে হয়রানি করা হচ্ছে। সম্প্রতি দিপু দাস হত্যা কাণ্ডের ঘটনার রেশ পুরোপুরি ভাবে কেটে উঠার আগেই এবার এক হিন্দু বাঙালি সাংবাদিক এর বাড়িতে ঢুকে ব্যাপক হামলা চালানো হয়েছে। তার দোষ, সে হিন্দু এবং সে ইউনুস সরকারের আর্থিক কেলেঙ্কারির বহু তথ্য তুলে ধরেছিল।

সংবাদ কর্মীর নাম সুশান্ত দাশগুপ্ত। তিনি পূর্বে হাসিনা সরকারের আমলে ও বিভিন্ন দুর্নীতি ও কেলেঙ্কারির পর্দা ফাস করেছেন। যার জেরে তাকে জেল অব্দি খাটতে হয়েছিল। পরে বাংলাদেশের হবিগঞ্জের চিরাকান্দি স্থিত নিজ বাড়িতে মা ও বোন কে রেখে উনি চলে যান ব্রিটেনে। বর্তমানে সেখানেই থাকেন তিনি।

সাম্প্রতিক বাংলাদেশে ঘটে চলা নৃশংসতা নিয়ে উনি অবগত ছিলেন। অবশেষে মৌলবাদীরা তার দিকেই নিশানা দাগে। শুক্রবার এক দল মৌলবাদী সঙ্গবদ্ধ ভাবে মাইকে আগাম জানান দিয়ে দল বল নিয়ে সাংবাদিক এর বাড়িতে ঢুকে হামলা চালায়। সুযোগ বুঝে পালাতে সক্ষম হন তার মা ও বোন। তারা প্রানে বেচে গেলেও রক্ষা পায়নি বাড়িটি। সমস্ত কিছু ভেঙ্গে গুরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ কে খবর দেওয়া হলেও পুলিশ আসে নি। এতে করে আবারো প্রশ্ন জাগছে তবে কি বাংলা দেশে হিন্দু নিধন যজ্ঞ চালাতে ইউনুস নিজেই দাড়িওয়ালা মোল্লাদের উন্মাদনা কে প্রশ্রয় দিচ্ছে ?

উল্লেখ্য, সুশান্ত “ দৈনিক আমার হবিগঞ্জ” পত্রিকার সাথে যুক্ত ছিলেন। বাংলাদেশে সাম্প্রতিক উত্তেজনায় একাধিক সংবাদ কর্মী আক্রান্ত। আক্রান্ত বহু সংবাদ সংস্থা। এই পরিস্থিতি আবারো যেন স্বাধীন বাংলাদেশ কে পূর্ব পাকিস্তানের অবিচ্ছেদ্য অংশে পরিণত করে তুলেছে।

For All Latest Updates

ভিডিও