Bamutia Nayan Sarkar : সারা ভারত কৃষক সভা ও স্থানীয় সিপিআইএম নেতৃত্বের সাথে নিয়ে বামুটিয়ার বিধায়ক নয়ন সরকার বুধবার ভাগলপুর স্থিত বিএসএফ-এর বি.ও.পি অফিসে গিয়ে বিএসএফ আধিকারিকদের সাথে সাক্ষাৎ করেন।
উল্লেখ্য, সীমান্তের ঐ পারে যে সমস্ত ভারতীয় কৃষকদের জমি রয়েছে তাদের প্রতিনিয়ত নানা বিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কৃষি কাজ করতে গিয়ে নানা সমস্যার শিকার হচ্ছেন তারা। এই সমস্যা দীর্ঘদিন যাবত চলে আসছিল। অবশেষে এই সমস্যা সহ একাধিক সমস্যা সমাধানের দাবী দাওয়া নিয়ে এদিন বিওপির আধিকারিক দের সাথে সাক্ষাৎ করলেন বিধায়ক নয়ন সরকার।
এদিন বিওপি আধিকারিকের সাথে আলোচনা চলাকালিন উত্থাপিত প্রধান সমস্যা গুলির মধ্যে ছিল কৃষকরা যেন সহজে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি, ট্রাক্টর, লাঙ্গল ইত্যাদি নিয়ে ওপারে যেতে পারেন তাঁর সুবিধা করে দেওয়া , সার, গোবর ও কীটনাশক ওষুধ সীমান্ত পেরিয়ে সহজে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া, উৎপাদিত ফসল যাতে বাধাবিঘ্ন ছাড়াই ওইপার থেকে এইপারে আনা যায়, কৃষকরা যেন কৃষিকাজের পাশাপাশি গরু-ছাগলসহ পশুপালন সামগ্রী নিয়ে যেতে ও আনতে পারেন এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যাও আলোচনায় উঠে আসে।
উক্ত বিষয় গুলো নিয়ে আলোচনার পর বিএসএফ আধিকারিক বিধায়ক নয়ন সরকার সহ উক্ত প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন যে, কৃষকদের স্বার্থে উত্থাপিত সমস্যাগুলির দ্রুত সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে । এর ফলে সীমান্তবর্তী এলাকার কৃষকরা উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেন বিধায়ক নয়ন সরকার।
বৈঠকের শেষে স্থানীয় কৃষকরা বিএসএফ আধিকারিকের এই ইতিবাচক মনোভাবের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিনের এই প্রতিনিধি দলে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআইএম নরসিংগড় অঞ্চল কমিটির সম্পাদক বিক্রমজিৎ পাল, কৃষকসভার নেতা স্বপন নাগ সহ এলাকার অন্যান্য কৃষক প্রতিনিধি ও দলীয় নেতৃত্ব।



