খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:21 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:২১ অপরাহ্ণ

রিসোর্টের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিবাদ করায় গ্রামবাসীদের বাড়িতে হামলার চেষ্টা

রিসোর্টের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিবাদ করায় গ্রামবাসীদের বাড়িতে হামলার চেষ্টা
1 minute read

রিসোর্টের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিবাদ করায় গ্রামবাসীদের বাড়িতে হামলার চেষ্টা

সিধাই থানাধীন উত্তর তালতলা এলাকায় অবস্থিত একটি বেসরকারি রিসোর্টকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই রিসোর্টে অসামাজিক কার্যকলাপ চলছিল, যার প্রতিবাদ করায় রিসোর্টে থাকা কয়েকজন যুবক গ্রামবাসীদের ওপর চড়াও হয় এবং একাধিক বাড়িতে হামলার চেষ্টা চালায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে রিসোর্ট সংলগ্ন এলাকার বাসিন্দা রাকেশ সরকারের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। অভিযোগ, লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন যুবক বাড়ির বাইরে এসে হুমকি দিতে থাকে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। বিষয়টি সঙ্গে সঙ্গে সিধাই থানায় জানানো হলেও পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।

এরই প্রতিবাদে মঙ্গলবার ভোরবেলা উত্তেজিত এলাকাবাসী রিসোর্টের মূল পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া ফাঁড়ি ও সিধাই থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চারজনকে আটক করে, যাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে স্থানীয়দের দাবি।

গ্রামবাসীদের বক্তব্য অনুযায়ী, রিসোর্টে প্রায়শই রাতের বেলা বহিরাগত নারী-পুরুষের যাতায়াত লক্ষ্য করা যায়। মাঝরাতে মহিলা নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এমনকি রাত দু’টো নাগাদ এক মহিলার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে বলে দাবি করেন তারা। গ্রামবাসীদের আশঙ্কা, পরিকল্পিতভাবে গ্রামে অশান্তি ছড়ানোর চেষ্টা চলছে।

এলাকাবাসীরা আরও জানান, এই রিসোর্টের বিরুদ্ধে আগেও একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। জেলা শাসক, এসডিএম, এসপি এবং এসডিপিও—সবার কাছেই লিখিত অভিযোগ জানানো হলেও প্রশাসনের তরফে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে রিসোর্ট কর্তৃপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গ্রামবাসীরা স্পষ্ট দাবি জানান, অবিলম্বে অবৈধভাবে পরিচালিত এই রিসোর্ট বন্ধ করতে হবে। দুই গ্রামের মাঝখানে লোকালয়ের ভিতরে কীভাবে রিসোর্ট চালানোর অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

For All Latest Updates

ভিডিও