Amtali PS News : মাদক আশক্তি কাটিয়ে রাজ্য বাসী যাতে সুস্থ ও সুন্দর ভাবে এই পুজোর দিন গুলি কাটাতে পারে সেই ব্যবস্থা করতেই দিকে দিকে মাদক বিরোধী অভিযানে নামছে পুলিশ প্রশাসন। একই ভাবে ষষ্ঠীর সন্ধ্যায় ও আমতলী থানার উদ্যোগে এক মাদক বিরোধী অভিযান করা হয়। আর তাতেই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ।
আমতলী থানার পুলিশ রবিবার অর্থাৎ মহা ষষ্ঠীর সন্ধ্যায় বিশেষ মদ বিরোধী অভিযানে নামে। অভিযানের নেতৃত্বে ছিলেন আমতলী থানার ওসি পরিতোষ দাস, থানার সেকেন্ড অফিসার মৃণাল কান্তি পাল সহ থানার অন্যান্য পুলিশ অফিসার ও টিএসআর জওয়ানরা।
এদিন সন্ধ্যায় আমতলী থানার পুলিশ মহেশখলা এলাকার ইন্দ্রজিৎ দেবনাথ ও হাঁপানিয়া এলাকার সমীর ঘোষের বাড়িতে আচমকা হানা দেয়। আর সেই হানাদারি চালিয়েই বিপুল পরিমাণে অবৈধ বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। তার পাশাপাশি একদিন সন্ধ্যায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওএনজিসি ব্যাংক চৌমুহনী স্থিত আগরতলা সাব্রুম জাতীয় সড়ক থেকে টিআর ০১ এ ই ১৭৬২ নম্বরের একটি বুলেরও মালবাহী গাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ বিলিতি মদ উদ্ধার করে । একই সঙ্গে গাড়িচালক মনিশ দেব কে গ্রেপ্তার করে।
এই ব্যাপারে রবিবার রাতেই আমতলী থানার পুলিশ অভিযুক্ত মদ পাচারকারী মনিষ দেবের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নথিভুক্ত করে। সোমবার অর্থাৎ মহাসপ্তমীর দুপুরে আমতলী থানার ওসি পরিতোষ দাস এক সাংবাদিক বৈঠক ডেকে মদবিরোধী অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তাছাড়া পুজোর দিনগুলি তে বরাবরই এই অভিযান জারি রাখা সহ আগামী দিনেও এই অভিযান গুলো জারি রাখা হবে বলে জানান তিনি।