Amtali Ps News : আমতলী এলাকায় এক যুবতীর জীবনে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বাধারঘাটের বিজেপি কর্মী দ্বীপ সুর প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দুই পরিবারের সম্মতিতেই তাদের সম্পর্ক আশীর্বাদপ্রাপ্ত হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দ্বীপ সুর বিয়েতে অস্বীকৃতি জানালে শুরু হয় সমস্যার সূত্রপাত।
প্রতারিত যুবতী ও তাঁর মা প্রথমে আমতলী মহিলা থানায় অভিযোগ দায়ের করতে যান। সেখানে অভিযোগ না শোনার পাশাপাশি লাঞ্ছনার শিকার হতে হয়েছে বলে তাঁদের অভিযোগ। অপমানিত হয়ে মা ও মেয়ে থানার সামনে রাস্তায় বসে পড়েন। পরে তাঁরা পশ্চিম মহিলা থানায়ও অভিযোগ করেন। কিন্তু অভিযোগের দশ দিন কেটে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদের দাবি।
মেয়েটির বক্তব্য, অভিযুক্ত দ্বীপ সুর প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং উল্টে হুমকি দিচ্ছে। অন্যদিকে পুলিশের দাবি, অভিযুক্ত নাকি পলাতক। পুলিশের এই ভূমিকায় ক্ষুব্ধ হয়ে নির্যাতিতা যুবতী সতর্কবার্তা দিয়েছেন— ন্যায়বিচার না মিললে তিনি প্রকাশ্যেই আত্মহননের পথ বেছে নেবেন।
এই ঘটনায় স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগকারীর বাড়ি বাধারঘাট মাতৃপল্লীতে। প্রতিবেশীদের অনেকেই প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।এখন দেখার বিষয়, প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয়।