Amtali Bus Accident : শুক্রবার দুপুরে আমতলী থানার অন্তর্গত রেল ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মনফোট বেসরকারি স্কুলের একটি বাস। ঘটনায় গুরুতর আহত হয়েছে স্কুলের একাধিক ছাত্র-ছাত্রী এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক মহিলা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানীর কামার এলাকাস্থ মনফোট স্কুল থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে বাসটি রেল ব্রিজ পেরিয়ে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল। হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের বাস থেকে বের করে আনেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় আমতলী থানার পুলিশ ও বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। স্থানীয়দের সহায়তায় উদ্ধারকৃত আহত ছাত্র-ছাত্রী ও ওই মহিলাকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে এলাকাবাসীর ধারণা, বাসটির গতি অতিরিক্ত ছিল এবং চালক সম্ভবত হঠাৎ বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। তবে পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, *“হঠাৎ বিকট শব্দ শুনে আমরা বাইরে ছুটে আসি। দেখি বাসটা উল্টে পড়েছে, বাচ্চারা চিৎকার করছে। আমরা সবাই মিলে ওদের উদ্ধার করি।”



