Amra Bangali Press Meet : রাজ্যে বেশ কিছুটা সময় যাবত বাঙালী ও তিপ্রাসাদের মাঝে বিদ্বেষ ছড়াবার উদ্দেশ্যে কিছু সমাজ বিরোধী রাজনীতি বিদেরা উস্কানি মূলক বার্তা দিয়ে আসছিল। বিশেষ করে তিপ্রা মথার পক্ষ থেকেই এর সূত্রপাত। দিল্লীতে দাঁড়িয়ে স্বঘোষিত মহারাজা প্রদ্যুত বিক্রমের আগরতলা কে নিজের বলে এবং নিজেকে আগরতলার মালিক বলে দাবী করা নিয়েই সব বিতর্কের সূত্রপাত।
এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের আমরা বাঙালী নামক রাজনৈতিক দল তাদের বিরোধ, বিক্ষোভ ও আন্দোলন জারি রেখেছিল। আর সেই আন্দোলনের থেকেই কিছুদিন আগে তারা শ্লোগান দেয়, এই রাজ্য কাদের ? “ বাঙালী , বাঙালী আর কেবলমাত্র বাঙালী দের” ।
ব্যাস , এর পরেই ব্যাপক চাপে পড়তে হয় দল কে। মূলত দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল এর নামে পুলিশ স্বউদ্যগে একটি মামলা গ্রহন করে। শুধু উনি নন, এর আগে বিশ্রাম গঞ্জ থেকে তিপ্রা মথা দলীয় ব্লক প্রেসিডেন্ট গৌতম বুদ্ধ দেববর্মা নামক এক ব্যক্তির বিরুদ্ধে ও একই ভাবে নিজেকে বিশ্রাম গঞ্জের মালিক বলে দাবী করা কে ঘিরে মামলা নেয় পুলিশ। এবার মামলা নিতেই আমরা বাঙালী ও চাপে পরে যায়। যে ক্ষমতা, শক্তি নিয়ে সুর চড়িয়ে এতদিন তারা গর্জে উঠেছিল তা অনেকটাই নমনীয় হয়ে গেছে।
বৃহস্পতিবার , আমরা বাঙালীর পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠক থেকেই নিজেদের করা বক্তব্যের স্পষ্টীকরণ দিতে শোনা যায় গৌরাঙ্গ রুদ্র পাল কে। ততসঙ্গে উনি বলেন যে রাজ্যে শান্তি নেই। ১৯৭৮ এর আগে যে শান্তিময় ত্রিপুরা ছিল আমরা সেখানে ফিরে যেতে চাই। আমরা বাঙালী কখনোই তিপ্রাসাদের ছাড়া উন্নয়নের কথা বলেনি বা ভাবেনা। তারা সকলকে নিয়েই এগিয়ে যাওয়ার প্রতি বিশ্বাসী বলে স্পষ্টীকরণ দেন এদিন।
বলা বাহুল্য, আমরা বাঙালী সংগঠন একই সঙ্গে বাঙালী দের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা থেকে কিন্তু বিরত থাকেন নি। বাঙালী ও বাংলা ভাষা নানাভাবে এ রাজ্যে অসন্মানের শিকার হয়েছে। বাঙালী দের অস্তিত্ব বিপন্ন হয়ে যাচ্ছে ক্রমশ এই কথা এদিন ও উল্লেখ করেছেন উনি। তবে সার্বিক ভাবে আমরা বাঙালী যে তাদের সেই তেজি ভাব কিছুটা হলেও হাড়িয়ে ফেলেছে তাতে সংশয় থাকে না। যদিও আগামী দিনে দল ও দলীয় কর্মীরা কিভাবে তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখবে সেটাই দেখার বিষয়।