খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:32 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩২ পূর্বাহ্ণ

Amra Bangali News : শহরের বুকে আক্রান্ত বাঙালি পরিবার, ন্যায়বিচারের দাবিতে পথে ‘আমরা বাঙালি’

Amra Bangali News
1 minute read

Amra Bangali News : আগরতলার উজান অভয়নগরে এক বাঙালি পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সমাজমুখী সংগঠন আমরা বাঙালি। ঘটনাটির নিন্দা জানিয়ে সংগঠনের পক্ষ থেকে আজ আগরতলা পূর্ব থানায় এক ডেপুটেশন প্রদান করা হয় এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলা হয়।

দুই দিন আগে রাতের বেলা উজান অভয়নগর এলাকায় কয়েকজন অবাঙালি যুবক রাস্তায় দাঁড়িয়ে উচ্চস্বরে হইহুল্লোড় করছিলেন। স্থানীয় বাসিন্দা অভিজিৎ সেনগুপ্ত, যাঁর ঘরে একজন অসুস্থ রোগী ছিলেন, বিনয়ের সঙ্গে তাঁদের অনুরোধ করেন শব্দ কমাতে বা অন্যত্র সরে যেতে। কিন্তু কথাটি শুনেই যুবকেরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অভিজিৎবাবুর ওপর চড়াও হয়। তাঁকে নির্মমভাবে মারধর করা হয়।

চিৎকার শুনে নিচে আসেন তাঁর স্ত্রীও, কিন্তু তাকেও আক্রমণ করে দুষ্কৃতীরা। অভিযোগ, মহিলার গলায় থাকা সোনার হার ছিনিয়ে নেয় তারা। এরপর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়। আক্রান্ত দম্পতি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ও চিকিৎসা নেন। কিন্তু পরদিন ভোরে আবারও আতঙ্ক ছড়ায়—একজন বাইকে এসে তাদের বাড়ির জানালা-দরজায় আঘাত করে, হুমকি দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর আমরা বাঙালি সংগঠন এই আক্রমণকে “শহরের নিরাপত্তাহীনতার প্রতীক” বলে মন্তব্য করেছে। সংগঠনের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, “পাহাড়ে তো বাঙালিদের টিকে থাকাই কঠিন, এখন শহরেও আমরা নিরাপদ নই। এত পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও আগরতলার মধ্যে এমন হামলা অগ্রহণযোগ্য।”

তিনি অভিযোগ করেন, “আমরা জানতে পেরেছি, হামলাকারীরা একটি রাজনৈতিক দলের সমর্থক। তারা এখন উল্টোভাবে আক্রান্ত পরিবারকে ভয় দেখাচ্ছে। এই অবস্থায় সাধারণ মানুষ কোথায় যাবে?”

গৌরাঙ্গবাবু আরও বলেন, “এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা মানুষের নিরাপত্তার প্রশ্ন। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।”

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সংগঠনের দাবি, “অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেতে চাইছে,” যা প্রশাসন অস্বীকার করেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলার নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের বক্তব্য, “শহরে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি স্পষ্ট।” অন্যদিকে আমরা বাঙালির দাবি, এটি কোনো একক ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিন ধরে উপেক্ষিত বাঙালিদের নিরাপত্তা সংকটের বহিঃপ্রকাশ।

সরকার ও প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন সময়ের দাবি—যাতে শহরের প্রতিটি নাগরিক, জাতি বা ভাষা নির্বিশেষে, নিরাপদে থাকতে পারে।

For All Latest Updates

ভিডিও