খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 12:21 PM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ১২:২১ অপরাহ্ণ

Amit Shah 130 Bill : লোকসভায় অশান্তি! অমিত শাহের বিল পেশ ঘিরে কাগজ ছুড়ল বিরোধীরা

Amit Shah 130 Bill
1 minute read

Amit Shah 130 Bill : লোকসভায় ফের তীব্র হট্টগোল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদিন একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করতেই বিরোধী শিবিরের ক্ষোভে আগুন জ্বলে ওঠে। প্রতিবাদে উত্তাল সংসদ কক্ষে বিরোধী সাংসদেরা বিলের কাগজ ছিঁড়ে টুকরো টুকরো করে সরাসরি শাহের দিকে নিক্ষেপ করেন। সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োতেও। শেষপর্যন্ত বিশৃঙ্খলার কারণে লোকসভার অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা।

এদিন শাহ যে তিনটি বিল পেশ করেছেন, তার মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে ১৩০তম সংবিধান সংশোধনী বিল। পাশাপাশি পেশ করা হয় কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার (সংশোধনী) বিল এবং জম্মু ও কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল। বিরোধী দলগুলি শুরু থেকেই এই বিলগুলির কড়া বিরোধিতা করে।

১৩০তম সংবিধান সংশোধনী বিলের মূল প্রস্তাবনা অনুযায়ী, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের মন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী যদি টানা ৩০ দিনের জন্য গুরুতর অপরাধে হেফাজতে থাকেন, তবে ৩১তম দিন থেকে তাঁকে পদত্যাগ করতে হবে। ‘গুরুতর অপরাধ’ বলতে বোঝানো হয়েছে পাঁচ বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অভিযোগকে।

কিন্তু বিরোধী দলগুলির অভিযোগ, এই আইন কার্যকর হলে তা রাজনৈতিকভাবে ব্যবহার করা হবে। বিশেষত বিরোধীশাসিত রাজ্যগুলিতে মন্ত্রীদের ফাঁসাতে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগাতে পারে বিজেপি। সেই আশঙ্কাতেই প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদরা।

লোকসভায় যখন অমিত শাহ বিলটি নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন উল্টো দিকের ওয়েলে দাঁড়িয়ে বিরোধী সাংসদরা বিক্ষোভ শুরু করেন। হট্টগোলের মাঝেই কাগজ ছিঁড়ে শাহের দিকে ছোড়েন তাঁরা। কাগজ উড়ে গেলেও শাহ বিষয়টিকে এড়িয়ে গিয়ে নিজের বক্তব্য চালিয়ে যান। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন স্পিকার ওম বিড়লা, শেষে অধিবেশন মুলতুবি করতে বাধ্য হন তিনি।

কেন্দ্রীয় সরকার বিরোধীদের এই আচরণের তীব্র সমালোচনা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি অন্যান্য বিজেপি নেতারাও জানান, বিরোধীরা জনগণের রায়কে অসম্মান করছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু স্পষ্ট ভাষায় বলেন, “দেশের মানুষ আমাদের কাজ করার জন্য সংসদে পাঠিয়েছেন। বিরোধীরা কি শুধুই হট্টগোল করতে এসেছেন? গণতন্ত্রকে অবমাননা করলে মানুষ ক্ষমা করবে না।”

সরকারের দাবি, বিতর্ক ও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব, ভাঙচুর বা হট্টগোল করে নয়। অন্যদিকে বিরোধীরা বলছে, এই বিল গণতান্ত্রিক কাঠামোর জন্য বিপজ্জনক এবং একে কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

ফলে একদিকে সরকার আইন পাসে দৃঢ়প্রতিজ্ঞ, অন্যদিকে বিরোধীদের আশঙ্কা ও ক্ষোভ তুঙ্গে। সংসদের এই সংঘাত আগামী দিনে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুলবে বলেই মনে করা হচ্ছে।

For All Latest Updates

ভিডিও