খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:31 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩১ পূর্বাহ্ণ

Ambassa GMP News : ধলাই জেলার আমবাসা মহকুমায় গনমুক্তি পরিষদের সন্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

Ambassa GMP News
1 minute read

Ambassa GMP News : আজ ধলাই জেলার আমবাসা মহকুমায় গনমুক্তি পরিষদের মহকুমা সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনের শুরু তেই শহীদ বেদীতে ফুল মাল্য প্রদান করে সংগঠনের পতাকা উত্তোলন করে সভার সূচনা করা হয়।

আমবাসা মহকুমা স্থিত সিপিআইএম জেলা কার্যালয়ে এদিনের এই সন্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা তথা পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, রাধা চরণ দেববর্মা সহ গণ মুক্তি পরিষদের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।

বলা বাহুল্য এক কালে পাহাড়ে নিজদেরে আধিপত্য বজায় রাখা গনমুক্তি পরিষদ কালের বিবর্তনের সাথে সাথে পাহাড়ের জনজাতি দের সমর্থন অনেকটাই হাড়িয়ে ফেলে। ধীরে ধীরে সেখানে নিজেদের আঁখের গুছিয়ে নেয় তিপ্রা মথা, আইপিএফটির মতো আঞ্চলিক দল। কিন্তু এতে করে মুছে যায়নি জিএমপি। তাঁর প্রমাণ ধীরে ধীরে দিয়ে যাচ্ছেন দলের জাঁদরেল নেতারা।

১৯৪৮ সালের ১৫ই আগস্ট তৎকালীন নেতা দশরথ দেব এর মতো লোকেদের হাত ধরে পাহাড়ে জনশিক্ষা আন্দোলনের মধ্যে দিয়ে আত্ম প্রকাশ করেছিল গনমুক্তি পরিষদ। কেন্দ্র শাসিত ত্রিপুরার বুকে তৎকালীন রাজা মহারাজা দের সাথে মত বিরোধ ও নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে জেগে উঠেছিল পাহাড়ের জাতি জনজাতি সকলেই। গনমুক্তি পরিষদ হয়ে দাঁড়িয়েছিল ঢাল।

৩৫ বছরের বাম শাসক, মাঝে ৫ বছরের জোট শাসন সব কিছু তেই অনস্বীকার্য ভূমিকা রেখেছে জিএমপি। কিন্তু ২০১৮ সালে পরিবর্তনের হাওয়া জিএমপি কে খানিকটা দুর্বল করে দেয়। তারপর ২০২৩ এর প্রাক্কালে তিপ্রা মথা পাহাড়ে একের পর এক প্রতিশ্রুতি দিয়ে যে অবিচ্ছেদ্য শক্তি সঞ্চয় করে তাঁর কাছেও মাথা নুইয়ে নেয় জিএমপি। কিন্তু সব কিছুর শেষ আছে। তিপ্রা মথার মিথ্যে প্রতিশ্রুতির মুখোশ খসে পরতেই এখন আবারো পাহাড়ে নিজদের শক্তি বাড়াতে শুরু করে দিয়েছে গনমুক্তি পরিষদ।

তারই বহিঃ প্রকাশ ক্রমশ দেখা যাচ্ছে। নিজেদের শক্তি বাড়াতে শুরু করেছে জিএমপি। সামনেই ভিসি নির্বাচন আয়োজিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া আসছে এডিসি নির্বাচন। তাঁর আগেই পাহাড়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা এবং পাহাড়ের জনজাতি দের দুঃখ দুর্দশা ঘুচাতে জিএমপি আগামী দিনে কিভাবে কাজ করবে এই নিয়ে নেতৃত্ব দের মধ্যে জরুরী আলোচনা পর্যালোচনা করতেই এদিনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই রুদ্ধ দ্বার বৈঠক তথা সন্মেলনে ব্যাপক হারে পুড় খাওয়া জিএম পি সমর্থিত দের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

For All Latest Updates

ভিডিও