Alpana Anushthan for Democracy

সদর জেলা শাসকের উদ্যোগে উমাকান্ত একাডেমী চত্বরে বৃহস্পতিবার এক আলপনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর জেলা শাসক বিশাল কুমার , সঙ্গে ছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগারওয়াল। প্রতি বার নির্বাচন কালে শহরের বিভিন্ন রাজপথে অঙ্কন শিল্পীদের দ্বারা নির্বাচন সংক্রান্ত বিষয় কে কেন্দ্র করে নানা রঙ্গে রঙ্গিন আলপনা অঙ্কন করা হয়ে থাকে।
তাছাড়া লোকসভা নির্বাচন শুধু রাজ্য নয়, গোটা দেশের জন্যে একটি বৃহৎ মানের উৎসব। তাই এই উৎসব কে আরও রঙ্গিন করে তুলতে এবং ভোটারদের মধ্যে ভোট দেওয়াকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা বাড়াতে এই অঙ্কন এর যথেষ্ট গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়।
আগরতলা স্থিত বনেদী উমাকান্ত একাডেমী তে গড়ে তোলা হয়েছে স্ট্রং রুম। যেখানে ভারী মাত্রায় মোতায়েন থাকবে পুলিশ প্রশাসন। এই স্ট্রং রুমেই থাকবে নির্বাচন পরবর্তী ইভিএম মেশিন গুলো। আর এখানেই হবে ভোট গণনা। সুতরাং শহর তলিতে নির্বাচন কালীন আবহে এই উমাকান্ত একাডেমীর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেই দিক থেকে লক্ষ্য রেখেও এখানে বৃহস্পতিবার নানা রকমের আলপনা অঙ্কন করা হয়েছে।

Alpana Anushthan for Democracy

পাশাপাশি মুখ্য নির্বাচন আধিকার পুনিত আগারওয়াল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছেন। ইতিমধ্যেই দেখা গেছে রাজ্যে নির্বাচন এর পূর্ব মুহূর্তে বিরোধী শিবিরের পক্ষ থেকে প্রচুর সংখ্যক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। বেশ কিছু সরকারি কর্মীদের সরাসরি রাজনৈতিক মিছিল মিটিংএ অংশ গ্রহন করতে দেখা গেছে যা মডেল কোড অফ কন্ডাক্ট এর বিরোধিতা করে। এই বিষয় কে কেন্দ্র করে কমিশনের কাছে যে সমস্ত অভিযোগ জমা পরেছে সেই সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন বলে এদিন জানান তিনি।
যে সমস্ত সরকারি কর্মীরা মডেল কোড অফ কন্ডাক্ট এর অবমাননা করে রাজনৈতিক দলের প্রচারে অংশগ্রহণ করেছেন তাদের বেশ কয়েকজন এর বিরুদ্ধে প্রমাণ পাওয়ার পর তাদের কে সাসপেন্ড করা হয়েছে। আগামী কিছু দিন পরেই নির্বাচন। এমতাবস্থায় নির্বাচন কমিশনের গাইডলাইন অমান্য করলে কঠিন থেকে কঠিন তম শাস্তি পেতে হবে অভিযুক্তদের এমনটাই জানিয়েছেন তিনি।
অবশেষে, রাজ্যে যেন সুষ্ঠু ভাবে এই লোকসভা নির্বাচন সম্পন্ন হয় সেদিকে সজাগ দৃষ্টি থাকবে নির্বাচন কমিশনের বলে আশ্বস্ত করেন তিনি।

Leave A Reply