Allu Arjun Pushpa 2
আল্লু অর্জুন কে দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে অনুরাগীর মৃত্যু, ২৫ লক্ষের সহযোগিতা অভিনেতার
মর্মান্তিক ঘটনা। প্রিয় অভিনেতা কে এক নজর কাছ থেকে দেখাই হয়ে দাঁড়ালো জীবনাবসানের কারণ। সম্প্রতি মুক্তি পেয়েছে দীর্ঘ প্রতীক্ষিত আল্লু অর্জুন অভিনীত চলচ্চিত্র “পুষ্পা ২” । গত দু মাস আগে টিজার রিলিজ হবার পর থেকেই অনুরাগী মহলে জোর আলোচনা ও উদ্দীপনা । অবশেষে ৫ই ডিসেম্বর মুক্তি পায় ছবিটি। এখনো পর্যন্ত বিশ্ব ব্যাপি ৪০০ কোটির ও বেশি আয় করেছে ছবি টি।
ভারতে প্রায় ২৪৫ কোটির ও বেশি আয় করেছে। এর আগে চলতি বছরের শুরুর দিকেই শাহ রুখ এর জওয়ান , রামচরন ও জুনিয়র এনটিআর এর “আর আর আর” , কে জিএফ ইত্যাদি ছবি গুলো বক্স অফিসে দুর্দান্ত সাফল্য কুড়িয়েছে। ভেঙ্গেছে একের পর এক রেকর্ড।
এবার পুষ্পা ২ ও সেই পথেই এগোচ্ছে।
কিন্তু এর মাঝেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আল্লু অর্জুন ও রশ্মিকা অভিনীত “পুষ্পা ২” ছবির প্রিমিয়ার ছিল বুধবার হায়দ্রাবাদে। সেখানে উপস্থিত ছিলেন দুই মুখ্য তারকা ও । আর তাতেই অগণিত অনুরাগীদের ভিড়। সেই ভিড় ঠেলে প্রিয় তারকা আল্লু অর্জুন কে এক নজর দেখার চেষ্টা করছিলেন ৩৯ বছর বয়সী এক অনুরাগী মহিলা। কিন্তু ধাক্কা ধাক্কি তে ভিড়ের ঠেলায় পরে গিয়ে পদপিষ্ট হয়ে সেখানেই মৃত্যু হয় উনার। জানা যায় উনার একটি ৯ বছরের সন্তান ও রয়েছে যে কিনা একই জায়গায় ছিল এবং বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক।
ঘটনা জানতে পেরে আল্লু অর্জুন অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং ২৫ লক্ষ টাকা মৃতার পরিবার কে আর্থিক অনুদান রূপে সহযোগিতা করেছেন। অন্যদিকে ৯ বর্ষীয় শিশু টির সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব ও নিয়েছেন দক্ষিনী এই অভিনেতা।