Airport Ps News : এয়ারপোর্ট থানাধীন এলাকায় নেশা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নরসিংহড় নতুন পল্লী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ হেরোইন ও নগদ অর্থ। ঘটনায় এক নেশা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেল নাগাদ এয়ারপোর্ট থানার কাছে গোপন খবর আসে যে নরসিংহড় নতুন পল্লীতে উত্তম কোরের বাড়িতে মজুত রয়েছে নিষিদ্ধ মাদকদ্রব্য। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালানো হয়। তল্লাশি চালিয়ে বাড়ির ভেতর থেকে চারটি সাবানের কেসে রাখা মোট ৪৯.৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয় নগদ প্রায় ২ লক্ষ ৩০ হাজার টাকা।
এই অভিযানে সঞ্জিত দেবনাথ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সঞ্জিত দেবনাথ উত্তম কোরের বাড়িতে কাজ করতেন এবং তার ব্যবসা দেখাশোনার দায়িত্বে ছিলেন। তবে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস করতেন নাকি অন্য কোথাও তার বাড়ি রয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।
গ্রেফতার অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পূর্বে নেশা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতে তোলা হলে তাকে পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে, যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা জানা যায়।
এই নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও এনসিসি সুব্রত বর্মণ। অভিযানে উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডলসহ বিশাল পুলিশ বাহিনী। অভিযান প্রসঙ্গে ওসি অভিজিৎ মণ্ডল জানান, নেশা কারবারিদের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এলাকার সাধারণ মানুষ পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। নরসিংহড় এলাকার সচেতন মহলের মতে, নেশা কারবারিদের আইনের আওতায় আনা বর্তমান সময়ে কঠিন হলেও পুলিশের এই তৎপরতা সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে।



