AIDSO Relly News : শিক্ষা-সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার দাবিতে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক ছাত্র সমাবেশের আয়োজন করে বিপ্লবী ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন (এআইডিএসও)। সংগঠনের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। উল্লেখ্য, ১৯৫৪ সালের ২৮ ডিসেম্বর এআইডিএসও-র প্রতিষ্ঠা হয়।
এদিন সিটি সেন্টারের সামনে থেকে একটি মিছিল শুরু হয়, যা আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আগরতলা প্রেস ক্লাবে এসে শেষ হয়। মিছিলে ছাত্রছাত্রীদের পাশাপাশি যুবক, শিক্ষক ও সাধারণ মানুষ অংশ নেন। পরে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক ছাত্রসভা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এআইডিএসও-র রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্য সরকার পরিকল্পিতভাবে সরকারি শিক্ষার উপর একের পর এক আক্রমণ নামিয়ে আনছে। তাঁর বক্তব্য, জাতীয় শিক্ষানীতি ২০২০ শিক্ষার মৌলিক চরিত্র ধ্বংস করবে। তাই এই শিক্ষানীতি অবিলম্বে বাতিল করার দাবি জানায় সংগঠন।
তিনি আরও বলেন, রাজ্যের প্রায় প্রতিটি স্কুলেই তীব্র শিক্ষক সংকট রয়েছে। প্রতিদিন সংবাদপত্রে শিক্ষক দাবিতে ছাত্রদের আন্দোলনের খবর প্রকাশ পাচ্ছে। এর ফলে সরকারি শিক্ষার মান ক্রমশ তলানিতে এসে ঠেকেছে। বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় উন্নয়ন ফি বাবদ ছাত্রছাত্রীদের কাছ থেকে এক হাজার টাকার বেশি অর্থ নেওয়া হচ্ছে, যা গরিব ও মধ্যবিত্ত পরিবারের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
এছাড়া নবম শ্রেণি থেকে হঠাৎ করে টিবিএসসি-র গুরুত্ব কমিয়ে সিবিএসসি প্যাটার্ন চালু করায় বাংলা মাধ্যমে পড়ুয়া ছাত্রছাত্রী ও শিক্ষকদের সমস্যায় পড়তে হচ্ছে বলেও দাবি করা হয়। সংগঠনের মতে, এই সব পদক্ষেপ শিক্ষাকে বেসরকারীকরণের দিকে ঠেলে দিচ্ছে, যার ফলে গরিব ও খেটে খাওয়া মানুষের সন্তানদের পড়াশোনা করা কঠিন হয়ে পড়বে।
সমাবেশ শেষে এআইডিএসও-র পক্ষ থেকে প্রায় ১০ হাজার গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার উদ্দেশ্যে প্রদান করা হয়। কর্মসূচির মাধ্যমে সরকারি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাব্যবস্থা রক্ষার দাবি পুনরায় তুলে ধরে সংগঠন।



