Ahmedabad Plane Crash : ভারতের বিমান দুর্ঘটনার তালিকায় আরো এক নাম। এয়ার ইন্ডিয়া বোয়িং ৭৮৭ নম্বরের বিমানটি আহমেদাবাদের মেঘানিনগরে দূর্ঘটনা গ্রস্থ হয়ে পড়ে। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। তার মধ্যে অধিকাংশই প্রাণ হাড়িয়েছেন বলে খবর। এর মধ্যে ১৬৯ জন ছিলেন ভারতীয়। বাকিদের মধ্যে ১ জন কানাডার, ৭ জন পর্তুগিজ ও ৫৩ জন ব্রিটিশ নাগরিক ছিলেন।
এই ঘটনায় প্রত্যেক দেশের সর্বোচ্চ প্রতিনিধি রা মর্মাহত এবং শোক ব্যক্ত করেছেন। বিমানে দুজন পাইলট ও সর্বমোট ১০ জন ক্রু সদস্য ছিলেন। পাইলট দের মধ্যে ছিলেন ক্যাপ্টেন সুমীত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর। আমেদাবাদ বিমানবন্দর থেকে দুপুর একটা ৩৯ মিনিটে ২৩ নম্বর রানওয়ে থেকে বিমানটি ছাড়ে, এমনটাই জানিয়েছে ডিজিসিএ। কিছুক্ষণ বাদেই ঘটে দুর্ঘটনাটি। ঘটনা প্রকাশ্যে আসতেই গুজরাটের মুখ্যমন্ত্রী ঘটনা স্থলে ছুটে যান। উদ্ধার কাজ শুরু হয় তাৎক্ষণিকভাবে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র শোক ব্যক্ত করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যোগাযোগ রাখছেন ভারতের এভিয়েশন দপ্তরের সাথে। কি কারনে বিমানটি দুর্ঘটনা গ্রস্থ হলো সেটি এখনো জানা যায়নি। অনুমান করা হচ্ছে কোনরকম যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।