খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 12:24 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ১২:২৪ পূর্বাহ্ণ

Agartala Violation News : আগরতলায় গভীর রাতে উশৃঙ্খলতার অভিযোগে ৯ যুবক গ্রেপ্তার

Agartala Violation News
1 minute read

Agartala Violation News : রাজধানী আগরতলার শান্ত পরিবেশ গভীর রাতে বিশৃঙ্খলার কবলে পড়ে যখন একদল কলেজছাত্র শহরের নানা প্রান্তে উশৃঙ্খল আচরণে লিপ্ত হয়। শনিবার রাতের শেষ প্রহরে শালবাগান, গোরখাবস্তি এবং শালিমীবাজার অঞ্চলে এই যুবকরা মদ্যপ অবস্থায় সরকারি সম্পত্তি ভাঙচুর করে—এমন অভিযোগের ভিত্তিতে এনসিসি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়।

ঘটনার ভিডিও ক্লিপ কোনোভাবে পুলিশের হাতে পৌঁছালে তৎক্ষণাৎ অভিযান শুরু হয়। শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অনুসন্ধান চালিয়ে অবশেষে নয়জন যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। কর্মকর্তাদের দাবি, অভিযুক্তরা ট্রাফিক বিভাগের স্থাপিত আয়না , ট্রাফিক সিগন্যাল, স্পিড কন্ট্রোল সিগন্যালসহ বেশ কিছু সরকারি সরঞ্জাম ভাঙচুর ও চুরি করে নিয়ে যায়। এসব সামগ্রীর মোট মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানানো হয়েছে। একই সঙ্গে রাস্তার ধারে থাকা সরকারি ফ্ল্যাগ ও ফেস্টুন ছেঁড়ার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।

এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। তার মতে, রাতভর যেভাবে যুবকদের তাণ্ডব চলে, তা শুধু সরকারি সম্পত্তির ক্ষতিই করেনি—বরং জননিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে।

এদিন আদালতে অভিযুক্তদের প্রেরণ করা হলে তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আইনজীবীর বর্ণনা অনুযায়ী, ২০ আগস্ট ২০২৩ তারিখে ইন্সপেক্টর এদ বর্মন এনসিসি থানায় মামলা দায়ের করেন। সিসি ক্যামেরার ফুটেজ ও সোশ্যাল মিডিয়া বিশ্লেষণের ভিত্তিতেই আসামীদের শনাক্ত করা সম্ভব হয়। আদালত শুনানির পর নয়জন আসামিকে ৬ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ প্রদান করে এবং তদন্ত সুবিধার্থে জেল হেফাজতেই জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়।

এই ঘটনার পর শহরের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যস্ত এলাকা তথা রাজধানীর কেন্দ্রে এই ধরনের তাণ্ডব নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে অনেকের মতামত। স্থানীয় বাসিন্দারা উদ্বেগ জানিয়ে বলেন, “নগরবাসী কোথায় নিরাপদ, যদি রাজধানীর প্রধান এলাকায় এমন অবস্থা হয়?”

রাজধানী আগরতলায় গভীর রাতের এই উশৃংখল ঘটনা শুধু আইন-শৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়নি বরং সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে অভিযোগ তাদের প্রমাণ করে অপরাধ দমনে পুলিশ সক্রিয় এবং কঠোর অবস্থানে রয়েছে তবে শহরের ব্যস্ত এলাকায় এমন ঘটনা ভবিষ্যতে রোধ করতে প্রয়োজন আরও সচেতনতা এবং সামাজিকের দায়িত্ববোধ নিতে হবে।

For All Latest Updates

ভিডিও