Agartala Smart City : রাজধানীর বিভিন্ন এলাকায় স্মার্ট সিটি প্রকল্পের আওতায় চলা ড্রেন সংস্কার এখন সাধারণ মানুষের জন্য বিপদের অন্য নাম হয়ে দাঁড়িয়েছে। শহরের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে চলছে খোঁড়াখুঁড়ি, কিন্তু কাজের ধীরগতি ও অব্যবস্থাপনার কারণে নাগরিকরা পড়েছেন চরম দুর্ভোগে।
আগরতলার ভাটি অভয়নগর পশ্চিমপাড় এলাকায় সম্প্রতি ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। জানা গেছে, রাস্তার ধারে গভীর একটি গর্ত খুঁড়ে রেখে চলে যায় শ্রমিকরা। সেখানে কোনো সতর্কীকরণ বোর্ড বা সুরক্ষা ব্যারিকেড বসানো হয়নি। বুধবার ভোরে ওই গর্তে পড়ে গুরুতর জখম হন এক বাইক আরোহী।
এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন এই ধরনের বিপজ্জনক গর্ত বা অসমাপ্ত কাজ ফেলে রাখা হচ্ছে। ফলে পথচারী ও যানবাহন চালকরা পড়ছেন মারাত্মক ঝুঁকির মুখে। স্থানীয়দের দাবি, “উন্নয়ন যদি মানুষের জীবন বিপন্ন করে তোলে, তবে এমন উন্নয়ন কার স্বার্থে?”
অন্যদিকে, আগরতলা পুরনিগমের মেয়র জানিয়েছেন, “উন্নয়নমূলক কাজ করতে গেলে কিছুটা অসুবিধা হতেই পারে, তবে এসব প্রকল্প শেষ হলে নাগরিকরাই এর সুফল পাবেন।”
কিন্তু প্রশ্ন উঠছে— উন্নয়নের নামে কি মানুষের জীবন নিয়ে এভাবে ছেলেখেলা করা যায়? নাগরিকরা বলছেন, প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে এসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করা।
স্মার্ট সিটি প্রকল্পের কাজ যতই আধুনিক হোক না কেন, যদি তা নাগরিকদের জীবনকে অনিরাপদ করে তোলে, তবে সেই উন্নয়ন কতটা “স্মার্ট”— সেটাই এখন ভাবনার বিষয়।



