Agartala Sfi News : ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই) ত্রিপুরা রাজ্য কমিটির ডাকে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় । তিন দফা দাবিকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভকারীদের মূল দাবি ছিল—
১. নির্দিষ্ট সময়ে কলেজের সেমিস্টার পরীক্ষা নেওয়া,
২. একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে বাস্তবায়ন করা,
৩. শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা।
বিক্ষোভ চলাকালীন শিক্ষাভবনের সামনে প্রশাসনের তরফে বাধা দেওয়া হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা তখন শিক্ষা ভবনের বাইরে অবস্থান বিক্ষোভ শুরু করে। ছাত্রনেতাদের অভিযোগ, রাজ্যের শিক্ষা ব্যবস্থা চরমভাবে ভেঙে পড়েছে। সঠিক নিয়ম না মেনে সেমিস্টার পরীক্ষা আয়োজন করা হচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি দেখা দিচ্ছে।
একজন ছাত্রনেতা জানান, “UGC-এর নির্দেশ অনুযায়ী তিন মাস ক্লাস নেওয়ার পর সেমিস্টার পরীক্ষা নেওয়ার কথা। কিন্তু এখানে মাত্র ১০-১৫ দিন ক্লাস করিয়ে সেমিস্টার পরীক্ষার ঘোষণা করা হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের মানসিক চাপ বাড়ছে।” তিনি আরও জানান, বহুবার শিক্ষা দফতরের কর্তাব্যক্তিদের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি, তাই বাধ্য হয়েই আজকের এই প্রতিবাদে নামতে হয়েছে।
বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও গোটা ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির পথে হাঁটবে তারা।