খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:41 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪১ অপরাহ্ণ

Agartala Rail Station : আগরতলা রেল স্টেশন থেকে গাঁজাসহ পাচারকারী গ্রেপ্তার

Agartala Rail Station
1 minute read

Agartala Rail Station : একসময় শান্তিপূর্ণ, সবুজ আর সংস্কৃতিময় ত্রিপুরা—আজ নেশার কবলে ধীরে ধীরে হারাচ্ছে তার স্বাভাবিক রূপ। গাঁজা, ইয়াবা, ব্রাউন সুগার, এমনকি কোকেন—সব ধরনের মাদকের রুটম্যাপে এখন ত্রিপুরা এক গুরুত্বপূর্ণ সংযোগস্থল। আর সাম্প্রতিক পুলিশি অভিযানে ধরা পড়া গাঁজা পাচারকারীর ঘটনা সেই অন্ধকার চিত্রটিকেই আরও স্পষ্ট করে তুলছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও গাজা পাচারকারী দের ও আটক করা হচ্ছে।

নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ধরা হয় এক গাঁজা পাচারকারীকে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম মানিক মিয়া, সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকার বাসিন্দা। তার হাতে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে একাধিক প্যাকেটে মোড়ানো অবস্থায় ৩ কেজি ৩০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়।

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে, এই গাঁজা বহির্বিশ্বে রেলের মাধ্যমে পাচারের পরিকল্পনা ছিল। পুলিশ মঙ্গলবার রাতেই NDPS আইন অনুযায়ী মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বুধবার দুপুরে আমতলী থানার ওসি পরিতোষ দাস জানান, ধৃত মানিক মিয়াকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য প্রকাশ করা হয়নি।

মাদক শুধু আইনভঙ্গ নয়, ব্যক্তির জীবন ও সমাজ উভয়কেই ধ্বংসের মুখে ঠেলে দেয়। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে অনুরোধ করা হয়েছে নেশা ও মাদক পাচার রুখতে সচেতনতা গড়ে তোলার জন্য। ত্রিপুরায় ক্রমবর্ধমান গাঁজা ও অন্যান্য মাদক কারবার যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

For All Latest Updates

ভিডিও