Agartala Municipal Corporation Scam : ত্রিপুরা রাজ্যে সম্প্রতি আর্থিক কেলেঙ্কারির বড় ধরণের খবর প্রকাশ্যে আসে। বিজেপি সরকার পরিচালিত পুরো নিগমের ১৬ কোটি টাকা কেলেঙ্কারির খবর উঠে আসে। আর এই খবর চাউর হতেই বিরোধী দের তোপের মুখে পড়তে হয় পুরো নিগম কে। তবে পুরো কর্তা এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে গোটা ঘটনার জন্যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ কে দোষী করেছিলেন ততসঙ্গে আশ্বস্ত করেছিলেন যে এর সঠিক তদন্ত হবে।
সেই মোতাবেক পশ্চিম থানার পুলিশ ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা নিয়ে তদন্তে নেমে শনিবার এক মহিলা কে গ্রেফতার করেছে। এদিন সকালে পশ্চিম মহিলা থানার পুলিশ ইউকো ব্যাংক এর আগরতলা শাখায় আচমকা হানা দেয় । আর সেখান থেকেই তুলে আনা হয় অভিযুক্ত মহিলা কে। আটক মহিলার নাম রামায়নি শ্রীময়ি। মহিলা ঐ ব্যাংক এর ক্যাশিয়ার পদে কর্মরত ছিল। তার বাড়ি আসামের নোয়াগাও এ বলে জানা গেছে।
শনিবারেই তাকে তাকে কোর্টে তুলার উদ্দেশ্যে আগরতলা পশ্চিম মহিলা থানা থেকে কোর্টে নিয়ে যাওয়া হয় । কোর্টে নিয়ে যাওয়ার পর আদালত ঐ মহিলাকে আগামী ১৫ তারিখ অব্দি পুলিশ রিমান্ডে রাখার নির্দেশ দেয় এবং ১৬ তারিখ পুনরায় কোর্টে প্রেরন করার নির্দেশ দেয়।
এই নিয়ে আইন জীবী দীলিপ রায় জানিয়েছেন, ১৬ কোটি ৩৮ লক্ষাধিক টাকার এই কেলেঙ্কারির পেছনে ঐ মহিলা ছাড়াও আরও একাধিক যুক্ত থাকতে পারে। ৬ টি চেক সহ একাধিক বার ব্যাংক ট্রাঞ্জেকশানের মধ্যে দিয়ে এই ১৬ কোটি টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে। মহিলা কে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বিষদে জানা যাবে বলে মনে করা হচ্ছে।