Agartala Job Fair : রাজ্যের বেকার যুবসমাজকে কর্মসংস্থানের মূলধারায় যুক্ত করতে ধারাবাহিকভাবে উদ্যোগ নিয়ে চলেছে এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং-এর অধীনস্থ মডেল কেরিয়ার সেন্টার (এমসিসি)। গত কয়েক বছরে বহু জব ফেয়ারের আয়োজন করে ইতোমধ্যেই উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এই দপ্তর। তাদের মাধ্যমে বিপুল সংখ্যক শিক্ষিত যুবক-যুবতী রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে সন্তোষজনকভাবে কর্মরত আছেন।
তারই ধারাবাহিকতায়, আজ আগরতলায় আয়োজিত হলো আরও একটি জব ফেয়ার। এমসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, এইবার মোট ৫টি বেসরকারি সংস্থা অংশগ্রহণ করেছে, যেখানে ৮টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩৫টি শূন্যপদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু চাকরিপ্রার্থী এদিন ইন্টারভিউ দিতে উপস্থিত হন।
এমসিসির এক আধিকারিক জানান, পূর্ববর্তী জব ফেয়ারগুলোর অভিজ্ঞতা অত্যন্ত ইতিবাচক। অংশগ্রহণকারী সংস্থাগুলি কেবল রাজ্যের ভেতরেই নয়, বহিররাজ্যেও চাকরির সুযোগ করে দিচ্ছে। বিশেষ করে ত্রিপুরার ছেলেমেয়েদের কর্মক্ষমতা ও নিষ্ঠা দেখে বহিররাজ্যের বিভিন্ন কোম্পানি নিয়োগে আগ্রহ প্রকাশ করছে, যেখানে তুলনামূলকভাবে আরও ভালো বেতন ও সুবিধা পাওয়া যায়।
তিনি আরও যোগ করেন, আগামী ডিসেম্বর মাসে একটি মেগা জব ফেয়ারের আয়োজন করা হবে। সেখানে দেশের বিভিন্ন বড় কোম্পানিকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং ইতোমধ্যে বহু প্রতিষ্ঠান অংশগ্রহণে সম্মতিও জানিয়েছে। ওই মেগা ফেয়ারে ক্লাস এইট পাস থেকে শুরু করে আইটিআই, ডিপ্লোমা, বিটেক, এমটেক, স্নাতক, স্নাতকোত্তরসহ সব ধরনের যোগ্যতার প্রার্থীদের জন্য চাকরির সুযোগ থাকবে।
দপ্তরের আশা, রাজ্যের বেকার যুবক-যুবতীরা আগামীর এই বৃহৎ নিয়োগ মেলায় অংশগ্রহণ করবে এবং রাজ্যের বাইরে গিয়ে যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে ত্রিপুরার নাম আরও উজ্জ্বল করবে।



