খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:41 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪১ অপরাহ্ণ

Agartala ILS hospital News : একই অভিযোগে ফের বিতর্কে আইএলএস হাসপাতাল, রোগীর মৃত্যুকে ঘিরে ক্ষোভ

Agartala ILS hospital News
1 minute read

Agartala ILS hospital News : রাজ্যের আলোচিত বেসরকারি হাসপাতাল আইএলএস আবারও তীব্র সমালোচনার মুখে। অভিযোগ উঠেছে, ভুল চিকিৎসার ফলে প্রাণ হারিয়েছেন স্বপন সূত্রধর নামে এক রোগী। মৃতের ছেলে বিজু সূত্রধরের দাবি, এটি কেবল চিকিৎসাগত ব্যর্থতা নয়, বরং অবহেলা ও আর্থিক লোভের করুণ পরিণতি।

বিজুর বক্তব্য অনুযায়ী, কয়েকদিন আগে হৃদরোগজনিত কারণে তাঁর বাবাকে লালবাহাদুর ক্লাব এলাকার নিকটবর্তী আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়।

চিকিৎসকরা প্রথমে জানান, হার্টে ৬টি স্টেন্ট বসানো প্রয়োজন, কিন্তু বাস্তবে বসানো হয় মাত্র ৩টি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পেসমেকার বসাতে হবে, যার খরচ প্রায় ১৪ লক্ষ টাকা। রবিবার রাতে অপারেশন সম্পন্ন হলেও মাত্র দুই ঘণ্টা পরেই মৃত্যু হয় স্বপন সূত্রধরের।

বিজু সূত্রধরের আরও অভিযোগ, এর আগেও তাঁর মা একই হাসপাতালে ভুল চিকিৎসার শিকার হয়ে মারা গিয়েছিলেন। ফলে এবার বাবার মৃত্যু তিনি ‘পূর্ব পরিকল্পিত অবহেলা’ হিসেবে দেখছেন। তাঁর অনুরোধ, রাজ্যের মানুষ যেন এই হাসপাতালে চিকিৎসা নিতে ভরসা না করেন।

এই প্রথম নয়—আইএলএস হাসপাতালের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম ও রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। তবুও রাজ্যের স্বাস্থ্য দপ্তর এখনও পর্যন্ত কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান ঘটনায় ক্ষুব্ধ বিজু সূত্রধর জানান, তিনি শিগগিরই হাসপাতালের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।

ঘটনাটি আবারও প্রমাণ করছে যে এই বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে গুরুতর প্রশ্ন থেকে যাচ্ছে। রোগীর পরিবার একের পর এক মৃত্যুর অভিজ্ঞতা থেকে যে ক্ষোভ প্রকাশ করেছেন, তা শুধুমাত্র ব্যক্তিগত বেদনা নয়—এটি একটি বৃহত্তর স্বাস্থ্যব্যবস্থার ত্রুটির প্রতিফলন। প্রশাসনের নিষ্ক্রিয়তা এই প্রশ্নকে আরও জোরালো করছে—মানুষের প্রাণ যখন বাজি, তখন কবে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট দপ্তর?

For All Latest Updates

ভিডিও