খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 18 November 2025 - 02:40 PM
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ - ০২:৪০ অপরাহ্ণ

Agartala Gb Hospital : জিবি হাসপাতালে সোনার চেইন চুরি করে পালাতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো চোর

Agartala Gb Hospital
1 minute read

Agartala Gb Hospital : জিবি হাসপাতালে চাঞ্চল্যকর এক চুরির ঘটনা সামনে এসেছে। এক অসুস্থ রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হচ্ছিল অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের গাড়িতে। সেই সময় রোগীর সঙ্গে থাকা এক যুবক হঠাৎই সুযোগ বুঝে রোগীর গলার সোনার চেইন খুলে পকেটে ঢুকিয়ে নেয় বলে অভিযোগ।

ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা দমকল কর্মীদের মধ্যে একজনের চোখে পড়ে সন্দেহজনক নড়াচড়া। রোগীর গলা স্পর্শ করার মুহূর্তেই তিনি বিষয়টি বুঝে ফেলেন। কোনো দেরি না করে তিনি অন্যান্য সহকর্মীদের ডেকে এনে অভিযুক্ত যুবককে আটক করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া চেইন উদ্ধার করা হয়।

দমকল কর্মীরা জানান, অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য তারা ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই অভিযুক্ত যুবক ধূর্ততার আশ্রয় নেয়। তবে ঘটনাটি চোখ এড়িয়ে গেলেও বড় বিপদ হতে পারত। দমকল কর্মীদের সতর্কতার কারণেই চুরি ধরা পড়ে যায়।

ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে জিবি হাসপাতাল চত্বরে। আটক যুবককে দমকল কর্মীরা পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং উদ্ধার হওয়া সোনার চেইন মালিককে ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

দমকল কর্মীদের দ্রুত সিদ্ধান্ত এবং তৎপরতার ফলে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন অসুস্থ রোগী। একই সঙ্গে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে আলোচনায় এসেছে। এই ঘটনার পর অনেকেই দমকল কর্মীদের সতর্কতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।

For All Latest Updates

ভিডিও