Agartala Contractor News : শহর আগরতলার বুকে একের পর এক ঘটে চলা অপরাধ এর ঘটনা এখন শান্তি প্রিয় মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। দিনের আলো নিভে এলেই সমাজের কিছু ভদ্র বেশে রাবণ আনাচে কানাচে উঁকি মারে কিভাবে কার ক্ষতি করা যায় সেই অছিলা খুঁজতে। আর তাদের খপ্পরে পরে কেউ সর্বস্ব হারায় কেউ বা প্রাণ হারায়। কেউ কেউ প্রাণের ভয়ে সব কিছু খুইয়ে ও মুখ খোলে না। অপরাধী দের মনে না আছে প্রশাসনের ভয়, না আছে কোনো দ্বিধা।
এবার এক ঠিকেদার কে নিশানা করেছে কতিপয় সমজ দ্রোহীরা। তাদের খপ্পরে পরে একদিকে খোয়াতে হয়েছে নিজের মুল্যবান জিনিস। অন্যদিকে তাদের দ্বারা বেধড়ক মারধোরের ও শিকার হতে হয়েছে উনাকে।
ঘটনাটি ঘটেছে ২রা ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা রাতে আনুমানিক সাড়ে ৮ টা নাগাদ।
অভয়নগরের এক ঠিকেদার দুষ্কৃতী দ্বারা নৃশংস ভাবে হামলার শিকার হয়েছেন। আক্রান্ত ব্যক্তির নাম গৌতম সাহা। উনি দীর্ঘদিন যাবত ঠিকেদারির কাজের সাথে যুক্ত।
মঙ্গলবার সন্ধ্যায় উনাকে শঙ্কু নামের এক যুবক ফোন করে বাড়ি থেকে বেড় করে নিয়ে যায়। শংকু উনাকে ফোন করে বলে, “দাদা একটু বাইরে আসুন, কথা আছে।“ পূর্ব পরিচিত শংকুর ফোনে সাড়া দিয়ে বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরুতে গেলে গৌতম বাবুর স্ত্রী উনাকে জিজ্ঞেস করেন যে উনি কোথায় যাবেন। এতে উনি কোনো উত্তর না দিলে উনার স্ত্রী তার ফোনে শংকুর নাম দেখতে পান। এর পর বেড়িয়ে যান গৌতম সাহা।
কিছুক্ষণ বাদে উনাকে রক্তাক্ত অবস্থায় এবং অচৈতন্য অবস্থায় উদ্ধার করেন উনার পরিবার। জানা যায় শংকু নামের এক অটো চালক যাকে গৌতম বাবু আগে থেকেই চিনতেন সে নাকি কিছু দল বল সমেত উনাকে জোর পূর্বক মদ্যপান করিয়ে উনার গলায় থাকা সোনার চেইন , পকেটে থাকা নগদ ১০ হাজার টাকা এবং স্কুটি লুট করে নিয়েছে।
এদিকে এই ঘটনা ঘটিয়ে উনাকে ব্যাপক মারধোর করে উনার মাথা ফাটিয়ে দিয়েছে তারা। শংকুর বাড়ি লিচু বাগান এলাকায় বলে জানা গেছে। শংকু ছাড়া আর কাউকে তেমন চেনেন না উনি।
পরে উনাকে হাসপাতালে নিয়ে গিয়ে মাথায় ব্যান্ডেজ করিয়ে আনা হয়। এর পরেই সংবাদ মাধ্যমের সামনে ঘটনা বিস্তারে জানান আক্রান্ত গৌতম সাহা ও উনার স্ত্রী। এই ঘটনার জন্যে দোষী দের উপযুক্ত শাস্তির দাবী জানাচ্ছেন উনার পরিবার।



