খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 06:40 PM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০৬:৪০ অপরাহ্ণ

Agartala BMS Relly : ধর্মনগরে বিএমএস এর গোষ্ঠী কোন্দলের খেসারৎ দিচ্ছেন আম জনতা, অতিসত্বর তালা খোলার দাবীতে আন্দোলনে এক পক্ষ

Agartala BMS Relly
1 minute read

Agartala BMS Relly : গত দুদিন যাবত বিএমএস এর দুই গোষ্ঠীর কোন্দলের জেরে চাপা উত্তেজনা বিরাজ করছে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমায়। যার ফলে এক পক্ষের জোর মূলে বিএমএস ট্রেড ইউনিয়নের বেশ কিছু অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে প্রশাসন।

গতকাল এই প্রসঙ্গ উত্থাপন করে পেট্রোল ও ডিজেল এর ডিপো বন্ধ রাখা এবং এতে করে গোটা রাজ্যে জ্বালানীর সঙ্কট দেখা দেবার আশঙ্কা প্রকাশ করে ডেপুটেশান দিয়েছিল যুব কংগ্রেস। তাঁর প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হবার আগেই এবার বিএমএস আগরতলায় এই ঘটনার বিরোধিতা করে আন্দোলনে সামিল হয়েছে।

তাদের দাবী আগামী ২৪ ঘন্টার ভিতরে বিএমএস কার্যালয় খুলতে হবে। কার্যালয় খোলা না হলে বড় ধরনের আন্দোলন যাবেন তারা। বললেন বি এম এস এর এক নেত্রী । প্রশাসন গত পরশু দিনই বিএমএস এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিল।

ধর্মনগর বিএমএস কার্যালয় তালা নিয়ে অতঃপর এদিন বিক্ষোভ মিছিল করে বিএমএস কর্মীরা । আগরতলা রবীন্দ্র ভবন থেকে শুরু করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা। প্রদেশ কমিটির নির্দেশ মূলে আজ গোটা রাজ্যের ৮টি জেলাতেই এই কর্মসূচী সংগঠিত হচ্ছে।
একটাই দাবী তাদের, যাতে অতিসত্বর কার্যালয় খুলে দেওয়া হয় এবং প্রকৃত দোষী দের কে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হয়।

For All Latest Updates

ভিডিও