Agartala Amtali News : আবারো চোরেদের আতঙ্কে এলাকা জুড়ে স্তব্ধতা। এবার কালি মায়ের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়ে পগারপার চোর। জানা যায়, শনিবার রাতে আমতলী থানার অন্তর্গত বিবেক নগর স্থিত নিউ রাম ঠাকুর সংঘ এলাকায় কালী মন্দিরে দুঃসাহসিক চুরির এই ঘটনা ঘটেছে।
রাতের অন্ধকারে চোরের দল মন্দিরের গ্রিলের দরজায় দেওয়া তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙ্গে প্রায় আট হাজার টাকা চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিক ধারণা । একই সাথে মন্দিরের বিভিন্ন কাশা ও পিতলের বাসনপত্র সহ অন্যান্য মূল্যবান সরঞ্জাম নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।
জানা গেছে প্রত্যেকদিন স্থানীয় ইন্দ্র সূত্রধর নামে বৃদ্ধ মহিলা এই মন্দিরে পূজা দেন। তিনিই মন্দিরের দরজা খোলেন। নিত্যদিনের মতোই রবিবার সকালেও তিনি আসেন এবং মন্দিরের দরজা খুলতে গিয়েই উনি স্তব্ধ হয়ে যান। উনি এসে দেখতে পান দরজার তালা ভাঙ্গা অবস্থায় রয়েছে। যা দেখে স্বাভাবিক ভাবেই সন্দেহ জাগে। এর পর ভেতরে প্রবেশ করে উনি দেখতে পান, মন্দিরের সব জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে ।
মন্দিরের প্রণামী বাক্সেই প্রথমে হাত সাফাই করে চোর চক্র। বাক্সে থাকা নগদ টাকা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরের দল। সাথে সাথে স্থানীয় দের কে খবর দেন ঐ মহিলা। মন্দিরে ছুটে আসেন এলাকাবাসী এবং ঘটনা প্রত্যক্ষ করে সকলেই স্তম্ভিত হয়ে যান।
বলা বাহুল্য, আমতলী থানা থেকে খুব একটা বেশি দুরত্বে নয় এই মন্দির। এক প্রকার শহরের মাঝামাঝি এলাকাতেই , তার পরেও রাতের আঁধারে চোর চক্র অনায়াসে তাদের চুরি কারবার কিভাবে চালিয়ে যাচ্ছে সেটাই ভেবে পাচ্ছেন না মানুষ। প্রশাসনিক গাফিলতির ফলেই এমন হচ্ছে বলে ধারণা করছেন সচেতন নাগরিক। এই ঘটনায় এলাকা জুড়ে একদিকে তীব্র নিন্দার ঝড় বইছে। অন্যদিকে প্রশাসনের দুর্বলতার কারণেই দিন কে চুরির মাত্রা ক্রমশও বাড়ছে বলেও অভিমত সচেতন মহলের। এখন দেখার বিষয় এই চুরির ঘটনার তদন্ত করে দোষী দের আটক করতে পারে কিনা পুলিশ।