খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 18 November 2025 - 08:23 PM
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ - ০৮:২৩ অপরাহ্ণ

Kailasahar News : ডাক্তার দেখাতে এসেছিলেন গোটা পরিবার, ওদিকে শুন্যতার সুযোগে হাত সাফ করে সোনা গয়না টাকা নিয়ে পলাতক চোর

Kailasahar News
1 minute read

Kailasahar News : কৈলাশহরে দিন কে দিন বেড়ে চলেছে চোরের উপদ্রব। রাতে , দিনে , দুপুরে, আলোয় আঁধারে যখন পারছে তখনই চুরি করে নিয়ে যাচ্ছে চোর চক্র। হতাশা গ্রস্থ কৈলাশহর বাসী বুঝে উঠতে পারছেন না তারা আদৌ কি নিরাপদ আছেন ?

এবার এক খালি বাড়িতে সুযোগ বুঝে হাত সাফ করে পালালো চোর। বাড়ি ফিরে চুরি কাণ্ড দেখে মাথায় বজ্রপাত গোটা পরিবারের। ঘটনা কৈলাশহর থানাধীন স্বরূপানন্দ সরণি এলাকায় । ঐ এলাকার বাসিন্দা তথা সরকারি কর্মচারী দীপাল সিংহ রায় এর বাড়িতে সোমবার ঘটেছে এই দুঃসাহসিক চুরির ঘটনা।

জানা যায়, উনি চিকিৎসা করানোর জন্য ১৭ই নভেম্বর সোমবার সকাল বেলা আগরতলায় গিয়েছিলেন উনার পরিবারকে নিয়ে। উনার অনুপস্থিতির সুযোগ কে কাজে লাগিয়ে চোরেরা উনার বাড়িতে হানা দেয়। প্রথমে জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ঘরে থাকা বটি দা দিয়ে কুপিয়ে আলমারি ও শোকেজ ভেঙ্গে তার ভেতরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায় চোর।

জানা যায় চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এর পরিমাণ ছিল প্রায় ৪ ভরি। অন্যদিকে নগদ ২২ থেকে ২৩ হাজার টাকা নিয়ে যায় চোর। এদিনই গভীর রাতে বাড়িতে ফিরে আসেন বাড়ির মালিক । তিনি এসে দেখতে পান ঘরের জিনিসপত্র এলোমেলো করে রাখা। তখন উনার আর বুঝতে অসুবিধা হয়নি যে উনার বাড়িতে চুরি কান্ড সংগঠিত হয়েছে।

স্বর্ণালঙ্কার খুইয়ে গৃহিণী কান্নায় ভেঙ্গে পড়েন। অন্যদিকে এই চুরি কাণ্ডে আশে পাশে ও আতঙ্ক ছড়ায়। তিনি এলাকার সবাইকে উক্ত বিষয়টি জানান পাশাপাশি মঙ্গলবার দুপুর বেলা কৈলাসহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ অভিযোগ মূলে ঘটনাস্থলে এসে ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে ঘন ঘন এইভাবে শহরের প্রাণকেন্দ্রে চুরি হবার কারণে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এখন দেখার বিষয় এই চুরি কাণ্ডের বিহিত করে চোর চক্র কে ধরতে পারে কিনা পুলিশ।

For All Latest Updates

ভিডিও