খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 13 November 2025 - 06:58 PM
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ - ০৬:৫৮ অপরাহ্ণ

West Bengal SIR News : বাংলায় শুরু হয়েছে এসআইআর, প্রস্তুতি প্রসঙ্গে শিলিগুড়ি তে বিএলও দের নিয়ে চলছে বৈঠক

West Bengal SIR News
1 minute read

West Bengal SIR News : নির্বাচন কমিশনের উদ্যোগে দেশে চালু হয়েছে এসআইআর। বিহারের পর পশ্চিমবঙ্গে ও এসআইআর প্রক্রিয়া চালু হয়ে গেছে। ৪ঠা নভেম্বর থেকে এই প্রক্রিয়া চালু করা হয়েছে। ধীরে ধীরে বঙ্গের সর্বত্র এই প্রক্রিয়া চলবে। তাই এই নিয়ে আজ শিলিগুড়ি তে বি এলও দের উপস্থিতি তে এক বর্ধিত বৈঠক অনুস্থিত হয়।

আজ বৃহস্পতিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বি এল ওদের নিয়ে চলে এক জরুরী আলোচনা সভা। মাত্র এক মাস সময় তার মধ্যেই গোটা কর্মসূচি সম্পন্ন করতে হতে। তাই স্বভাবতই কাজের প্রচন্ড চাপ। সেই কারণেই কিভাবে এই কাজের সমাপ্তি ঘটাতে হবে, কিভাবে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে হবে নাগরিকত্বের আবেদন পত্র তারই একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।

এদিনের বৈঠক থেকে এসআইআর প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী কিভাবে সম্পাদিত হবে সেই নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এখানে সব ধরনের নিয়ম সহজ করে দেখানো হয়। যাতে খুব সহজেই আবেদনপত্র কে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়।

এক সপ্তাহ বা তার থেকেও একটু বেশি সময় হয়েছে এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। অনেকটাই এগিয়ে গেছে কাজ, তবে সমস্যা আছে বাধাও আছে। সেগুলো এড়িয়ে যায়নি নির্বাচন কমিশন। তাই কিভাবে কাজ শেষ করা হবে তারই একটা পরিকল্পনা আজকের এই জরুরী বৈঠকে দিয়ে দেওয়া হয় ।

For All Latest Updates

ভিডিও