Kailasahar News : সোমবার সকাল বেলা কৈলাসহর দুর্গাপুর এলাকায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয় এক স্কুল পড়ুয়া ছাত্র। খবরে জানা যায় কুমারঘাট থানার অধীনে শান্তিপুর এক নং ওয়ার্ডের বাসিন্দা চিত্তরঞ্জন দাসের ছেলে আকাশ দাস কৈলাসহর দুর্গাপুর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো এবং সে কৈলাসহরের বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীতে পাঠরত।
সোমবার সে সকাল বেলা স্কুলে আসে এবং তার বন্ধুর কাছ থেকে বন্ধুর বাইকটি নিয়ে যায় চালানোর জন্য। স্কুল থেকে হেলমেট বিহীন অবস্থায় , কানের মধ্যে হেডফোন গুজে দ্রুত গতিতে বাইক নিয়ে পাইতুর বাজারের দিকে ছুটে আসে আকাশ। বাইকের গতি এতটাই বেশি ছিল যে একসময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ।
প্রথমে একটি টুকটুককে সজোড়ে ধাক্কা মারে আকাশ। এরপর সামনের দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়িকে সজোড়ে ধাক্কা মেরে সে নিজেই মাটিতে লুটিয়ে পড়ে । পাশাপাশি গাড়িটির ও বেশ ক্ষতি হয়। এদিকে দুর্ঘটনা গ্রস্থ হয়ে আকাশ এর পায়ে গুরতর আঘাত লাগে এবং তাঁর পায়ের একটি আঙ্গুল খসে পরে যায় রাস্তায় ।
স্থানীয়রা এসে ঘটনাস্থলে জড়ো হয়, খবর পাঠানো হয় অগ্নি নির্বাপক দপ্তরকে। অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তী সময়ে তার পরিবারের লোকেরা বহি রাজ্যের শিলচরে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য । খবর লেখা পর্যন্ত তার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে গোটা ঘটনার জন্যে আকাশ এর অসাবধানতা এবং তাঁর নিয়ন্ত্রন বিহীন বাইক চালানো কেই দায়ী করেছেন প্রত্যক্ষ দর্শীরা।



