Sonamura News : গাঁজা বিরোধী অভিযানে নেমেছে ত্রিপুরার পুলিশ। নিত্যদিন কোন না কোন এলাকায় গাঁজা বাগান কেটে ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিশেষ করে সিপাহিজলা জেলার অন্তর্গত একাধিক জায়গায় বিভিন্ন থানা , টিএসআর বাহিনীর যৌথ প্রয়াসে ইদানিং গাঁজা নিধন এর মাত্রা অনেকাংশে বেড়েছে।
এবার আরও এক বিশাল পরিমাণ গাঁজা বাগান ধ্বংসের ঘটনায় প্রশংসা কুড়িয়েছেন পুলিশ বাবুরা। জানা যায়, রবিবার সকালে সোনামুড়া থানার ওসি তাপস দাসের নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর বাহিনী ৮১ নং ব্যাটেলিয়ান বিএসএফ, বক্সনগর বন দপ্তরের কর্মীরা যৌথভাবে কমলনগর এবং বাতাদোলা এলাকাতে গাঁজা বিরোধী অভিযান চালায়।
তাদের কাছে গোপন সূত্র মারফৎ খবর ছিল যে ঐ সমস্ত এলাকায় বহুদিন ধরে গোপনে গাজার রমরমা বানিজ্য চলছে। আর সেই খবর মুলেই এদিনের এই যৌথ অভিযান চলে। সকাল সকাল এই অভিযানে নেমে পড়েন বিএসএফ ব্যাটালিয়ান সহ পুলিশ বাহিনী।
লাঠি দিয়ে ছেটে দেওয়া হয় প্রচুর পরিমাণে গাঁজা গাছ। জানা গেছে, উক্ত এলাকা গুলি থেকে মোট ৩৬ টি বিশাল বড় গাঁজা বাগান এবং দুইটি গাজার নার্সারি ধ্বংস করে দিয়েছে পুলিশ। এদিন পুলিশ মোট ২ লক্ষ ৬০ হাজার গাঁজা গাছ ধ্বংস করেছে বলে জানিয়েছেন। ৪০ একর জমি থেকে এই গাঁজা ধ্বংস করে গাঁজা চাষিদের জন্যে আরও একবার হুঁশিয়ারি বার্তা দিয়েছে পুলিশ।
আগামী দিনেও গাঁজা বানিজ্য কিংবা গাঁজা চাষ সংক্রান্ত তথ্য পাওয়া গেলে এভাবেই অভিযান মূলে গাঁজা বাগান ধ্বংস করে দেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।



