খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 26 November 2025 - 11:16 PM
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ - ১১:১৬ অপরাহ্ণ

Modified Silencer News : কলেজটিলা ময়দানে মোডিফায়েড সাইলেন্সারের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান

Modified Silencer News
1 minute read

Modified Silencer News : উচ্চ শব্দ বিশিষ্ট কৃত্রিম ও মোডিফায়েড দ্বিচক্রি যাণের সাইলেন্সারের বিরুদ্ধে অভিযান করলো পশ্চিম ত্রিপুরা ট্র্যাফিক ইউনিট। কোর্টের নির্দেশ মুলেই বাজেয়াপ্ত করা হয়েছে মোট 410টি উচ্চ শব্দ বিশিষ্ট এই সালেন্সার গুলো ।

আজ রবিবার রাজধানী আগরতলার কলেজ টিলা ময়দান এলাকায় ট্রাফিক পুলিশের উদ্যোগে নষ্ট করা হয় এই সাইলেন্সার গুলো। উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্য অফিসারগণ ।

বর্তমানে প্রায় সর্বত্রই একটা অংশের যুবকেরা বাইকের মধ্যে উচ্চ শব্দ বিশিষ্ট এধরণের সাইলেন্সার লাগিয়ে পরিবেশের বাতাবরণ কে নানাভাবে নষ্ট করে চলেছে। এর ফলে শব্দ দূষণ, বায়ু দূষণ ইত্যাদি তো হচ্ছেই। ততসঙ্গে দুর্বল হার্ট এর রোগীরা এই শব্দের ফলে গুরুতর ভাবে অসুস্থ্য হচ্ছেন।

তাই সচেতনতা বাড়াতে এধরণের সাইলেন্সার গুলি কে নষ্ট করে আগামী দিনে এর প্রয়োগ যাতে বন্ধ করা হয় সেই বার্তা দিতেই কোর্ট এর নির্দেশ মূলে এদিনের কর্মসূচী সম্পন্ন করা হয়েছে বলে জানালেন কান্তা জাহাঙ্গির।

For All Latest Updates

ভিডিও