Bishalgarh Chelikhala News : ঠুঁটো জগন্নাথ এর ভুমিকায় বিশালগড় মহকুমা প্রশাসন। এমনটাই দাবি স্থানীয়দের। যেখানে শারদোৎসব কে ঘিরে গোটা মহকুমা জুরে ব্যাপক হারে প্রশাসন এর নিরাপত্তা ব্যবস্থা কায়েম থাকা উচিৎ সে জায়গায় দারিয়ে অহরহ চুরি চামারির মত ঘটনা ঘটে চলেছে জত্র তত্র এলাকায়। গৃহস্থ পুজো দেখতে বেরিয়ে বাড়ি ফিরে দেখছেন চোর তাদের সর্বস্ব লুট করে পালিয়েছে। এ কেমন সংস্কৃতি ? কোথায় প্রশাসন ?
পুজোর মরশুমে রাতের বেলা যখন দর্শনার্থীরা পুজো প্যান্ডেলে ঘুরতে ব্যস্ত, সেই সময়ে চোরেরা করে নিচ্ছে নিজেদের হাত সাফাই। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থা কায়েমের দাবি কে নস্যাৎ করে , প্রশাসন কে বুরো আঙ্গুল দেখিয়ে চুরি করে পালালো চোর। ঘটনা, বিশালগড় থানাধীন চেলিখলায় ।
সোমবার ছিল সপ্তমী পুজো। এদিনই গভির রাতে ঐ এলাকার দুই বাড়িতে দুঃসাহসিক চুরি ঘটায় চোরের দল। চোরের দল ঘরে থাকা স্বর্ণের জিনিস এবং টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় বলে জানা যায় । মঙ্গলবার সকালে ঘটনা দেখতে পেয়ে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিদর্শন করে আসেন।
বলতেই হয়, বিশালগড়ের যত্রতত্র চোরের উৎপাত অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। দফায় দফায় কিছু কিছু ছিঁচকে চোর দের পুলিশ জব্দ করতে পারলেও আসল মাস্টার মাইন্ড থেকে জাচ্ছে অধরা। আর এতে করে বিশালগড় বাসী কোনোমতেই চোর চক্রের হাত থেকে নিস্তার পাচ্ছেন না। জার ফলে এক প্রকার ক্ষোভ বিরাজ করছে জনমনে।
দুর্গা পূজার মধ্যেও বিশালগড়ে চোর চক্রের এই বাড়বাড়ন্ত স্বাভাবিক অর্থেই আম জনতার মনে আতঙ্ক বাড়াচ্ছে। এক্ষেত্রে প্রশাসন বিশালগড় জুরে নিরাপত্তা কায়েমে ব্যর্থ, এমনটাই দাবি আম জনতার। অন্যদিকে চোর চক্রের সাথেই পুলিশ প্রশাসনের গপন লেনদেন এর সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এখন দেখার বিষয় হচ্ছে উক্ত ক্ষতি গ্রস্থ পরিবারটির চুরি যাওয়া সামগ্রী ফেরাতে পারে কিনা বিশালগড় এর থানাবাবুরা।