Bangladeshi News : ভারতে এসেছিলেন সুস্থ্য হবার আশা নিয়ে। কিন্তু সেই আশা আর পূরণ হল না। এই যাত্রাই হয়ে দাঁড়ালো জীবনের শেষ যাত্রা। বাংলাদেশের এক বাসিন্দা ভারতে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার আগেই পাড়ি দিলেন পরপারে।
ঘটনা টি ঘটে ১২ই সেপ্টেম্বর। আচমকা কৈলাশহর স্থিত নিজ মেয়ের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বপ্না বৈদ্য নামের বাংলাদেশের এক বাসিন্দা। ঘটনার বিবরণে জানা যায়, বয়স ৭৩ এর স্বপ্না বৈদ্য বার্ধক্য জনিত নানা বিধ শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে ভারতের চেন্নাই এ আসেন চিকিৎসা করাবার জন্যে।
যথারীতি চিকিৎসা সেরে উনি ত্রিপুরা স্থিত কৈলাশহরে নিজ মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তখন ১২ই সেপ্টেম্বর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে উনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। দীর্ঘ তিন দিন যাবত চলে প্রশাসনিক প্রক্রিয়া । অবশেষে আজ (১৫ সেপ্টেম্বর) তাঁর মরদেহ কৈলাশহর ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে স্বদেশে হস্তান্তর করা হয়।
এদিন বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহ বিজিবির হাতে তুলে দেয় কৈলাসহর চেকপোস্ট দিয়ে। সীমান্তে উপস্থিত আত্মীয়-পরিজনরা চোখের জলে প্রিয়জনকে শেষ বিদায় জানান। স্থানীয়রা দুঃখের সহিত বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার আশায় ভারতে আসা স্বপ্না দেবীর মৃত্যু দুই দেশের সীমান্তবাসীর মনে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে চিরকাল।