খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 10:14 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১০:১৪ অপরাহ্ণ

Independence Day : ৭৯তম স্বাধীনতা দিবসে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি, RSS–এর ভূমিকা নিয়ে তোপ

Independence Day
1 minute read

Independence Day : ৭৯তম স্বাধীনতা দিবসে প্রদেশ কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। দিনের শুরুতেই কংগ্রেস নেতৃত্বরা স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাতীয় পতাকা উত্তোলন করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। একই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা দলীয় পতাকা উত্তোলন করেন।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা স্বাধীনতা দিবসের মাহাত্ম্য তুলে ধরেন। তিনি বলেন— “আজকের এই দিনে আমরা শুধু আনন্দ করি না, আমরা স্মরণ করি সেই অগণিত শহীদদের, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ভারতের স্বাধীনতার জন্য। কিন্তু দুঃখের বিষয়, যারা আজ নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করে, RSS ও বিজেপি, তারা স্বাধীনতা সংগ্রামে ছিল না। বরং ইতিহাস প্রমাণ করে, RSS নেতারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেননি, গান্ধীজির হত্যাকারীর সঙ্গে তাদের আদর্শের মিল ছিল।”

তিনি আরও অভিযোগ করেন, বিজেপি আজ RSS–এর সেই বিভাজনের রাজনীতিকে সামনে এনে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে ধ্বংস করছে। “যে RSS ব্রিটিশদের বিরুদ্ধে নয়, বরং স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল, সেই সংগঠন আজ দেশের শাসনক্ষমতায়। তারা ইতিহাস বিকৃত করছে, স্বাধীনতা সংগ্রামীদের অবদান চাপা দিচ্ছে, এবং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করছে,” – মন্তব্য সাহার।

কংগ্রেস সভাপতি মনে করিয়ে দেন, স্বাধীন ভারতের ভিত্তি স্থাপিত হয়েছিল ত্যাগ, সহিষ্ণুতা এবং ঐক্যের ওপর। আর এই ঐক্যকে ভাঙার কাজ করছে RSS–বিজেপি। তিনি বলেন— “আজকের দিনে আমাদের অঙ্গীকার নিতে হবে, আমরা RSS–এর ঘৃণার রাজনীতি প্রত্যাখ্যান করব এবং শহীদদের স্বপ্নের ভারত গড়ে তুলব।এদিন তিনি স্বাধীনতার সঠিক ইতিহাস রক্ষার আহ্বান জানান। তাদের বক্তব্যে উঠে আসে— RSS কখনো স্বাধীনতা আন্দোলনে ছিল না, বরং নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, পণ্ডিত নেহেরু প্রমুখ যোদ্ধাদের সংগ্রাম ও ত্যাগকেই সত্যিকারের ভারত গড়ার ভিত্তি বলা উচিত।

স্বাধীনতা দিবসের আবেগঘন পরিবেশে কংগ্রেসের পক্ষ থেকে সবার উদ্দেশে আহ্বান জানানো হয়— ইতিহাস বিকৃতি ও ঘৃণার রাজনীতিকে পরাস্ত করে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক মূল্যবোধকে রক্ষা করার।

৭৯তম স্বাধীনতা দিবসে প্রদেশ কংগ্রেসের বার্তা ছিল স্পষ্ট— স্বাধীনতা সংগ্রাম কোনো রাজনৈতিক প্রচারের বিষয় নয়, বরং এটি শহীদদের ত্যাগের ফসল। RSS–বিজেপি ইতিহাস বিকৃত করে যতই নিজেদের দেশপ্রেমিক সাজাক না কেন, সত্যকে মুছে ফেলা সম্ভব নয়। কংগ্রেসের অঙ্গীকার— গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও ঐক্যের ভারত গড়ে তোলা এবং বিভাজনের রাজনীতিকে পরাজিত করা।

For All Latest Updates

ভিডিও