খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 09:43 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ০৯:৪৩ অপরাহ্ণ

Urfi Javed News : উরফি জাভেদ— ভাইরাল কন্যা থেকে শিগগিরই কনে?

Urfi Javed News
1 minute read

Urfi Javed News : ফ্যাশন স্টেটমেন্টে অনন্য ও সাহসী উরফি জাভেদ আবারও শিরোনামে। নেটপাড়ার প্রিয় এই ‘ভাইরাল কন্যা’ এবার ব্যক্তিগত জীবনের খবর নিয়ে আলোচনায়। শোনা যাচ্ছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। আর সেই বর নাকি দিল্লির এক শিল্পপতি— যিনি উরফির মতোই সফল, তবে প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন।

দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও কখনও প্রকাশ্যে একসঙ্গে দেখা যায়নি তাঁদের। ফলে, এই গুঞ্জনে নেটিজেনদের কৌতূহল তুঙ্গে।

সম্প্রতি উরফি সমালোচনার মুখেও পড়েছিলেন— কারণ, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় তিনি মুখে সূচ ফোটাচ্ছেন। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো নতুন করে ফিলার্স করাচ্ছেন। কিন্তু উরফি নিজেই স্পষ্ট করেন— আসলে পুরনো ফিলার্স সরাচ্ছেন, কারণ আগের কাজের মান ভালো হয়নি। ভবিষ্যতে আবার করাবেন বটে, তবে চিকিৎসকের পরামর্শেই, এবং বর্তমান পদ্ধতির মতো কষ্টদায়কভাবে নয়।

যতই বিতর্ক হোক, সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি বজায় রাখার কৌশল উরফির ভালো করেই জানা। এখন দেখার বিষয়, কবে তিনি সত্যিই মনের মানুষের হাত ধরে সাতপাকে বাঁধা পড়েন।

ফ্যাশনের দুনিয়ায় সাহসী ও ব্যতিক্রমী পোশাকের জন্য যতটা আলোচনায় থাকেন, ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয় না উরফি জাভেদকে ঘিরে। যিনি ইন্টারনেটে ‘ভাইরাল কন্যা’ নামে পরিচিত, তিনি নাকি এবার জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন। শোনা যাচ্ছে, দিল্লির এক প্রভাবশালী শিল্পপতির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর এবার বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা।

উরফির জীবনে এই বিশেষ মানুষটি নাকি অনেক বছর ধরেই আছেন, কিন্তু উরফির মতো ক্যামেরা-প্রেমী নন তিনি। বরং পুরোপুরি প্রচারবিমুখ জীবনযাপন করেন। তাই এতদিন একসঙ্গে প্রকাশ্যে আসেননি তারা। সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে তারকাদের ব্যক্তিগত মুহূর্তও ভাইরাল হয়ে যায়, সেখানে এই সম্পর্ক এতদিন আড়ালে রাখতে পারা নিঃসন্দেহে চমকপ্রদ।

বিতর্কে ভরা ফ্যাশন যাত্রা
উরফির নাম মানেই নতুন ফ্যাশন এক্সপেরিমেন্ট, সাহসী পোশাক, এবং সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলা ছবি ও ভিডিও। সমালোচকরা বলেন, তিনি ‘অতিরিক্ত’ করেন; ভক্তরা বলেন, তিনি নিজের মতো করে বাঁচতে জানেন। পোশাকের পাশাপাশি উরফি নিজের বক্তব্যেও স্পষ্টভাষী— ট্রোলিং, মিম কিংবা নেতিবাচক মন্তব্যে তিনি কখনো ভেঙে পড়েন না।

সাম্প্রতিক ‘ফিলার্স’ বিতর্ক
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় উরফির পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, তার মুখে বারবার সূচ ফোটানো হচ্ছে। ভিডিওটি দেখেই অনেকের ধারণা হয়, তিনি হয়তো নতুন করে ‘ফেস ফিলার্স’ করাচ্ছেন। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে।
তবে উরফি দ্রুতই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়ে দেন, বিষয়টি আসলে উল্টো। তিনি নতুন কিছু করাচ্ছেন না, বরং পুরনো ফিলার্স সরাচ্ছেন। কারণ আগের কাজের মান নষ্ট হয়ে গিয়েছিল। নিজের ভাষায় তিনি লিখেছিলেন—

“আমি ফিলার্স করাচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি। কিছুদিন পর হয়তো আবার করাবো, তবে এবার চিকিৎসকের পরামর্শে এবং ভিন্ন পদ্ধতিতে। এই পদ্ধতিটি খুবই কষ্টদায়ক।”

উরফির প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় খবর হয়ে যায়। কখনো তার পোশাকের জন্য, কখনো তার মন্তব্যের জন্য, আবার কখনো ব্যক্তিগত জীবনের গুঞ্জনের জন্য। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই নেটিজেনরা নানা জল্পনায় মেতে উঠেছেন।

এখন প্রশ্ন— এই গুঞ্জন কতটা সত্যি? তিনি কি সত্যিই দিল্লির সেই প্রচারবিমুখ শিল্পপতির সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন? উরফি এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে তার জীবনযাত্রা যেভাবে আলোচিত হয়, সত্যিই বিয়ের খবর এলে তা যে শিরোনাম হয়ে যাবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই।

ফ্যাশন দুনিয়ার ঝলমলে আলো থেকে ব্যক্তিগত জীবনের নীরব কোণে— উরফির এই নতুন যাত্রা যদি শুরু হয়, তাহলে তা হবে নেটপাড়ার জন্য আরও এক ভাইরাল মুহূর্ত।

For All Latest Updates

ভিডিও