খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:43 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৩ অপরাহ্ণ

Belonia Road News : বিলোনিয়ায় রাস্তা সংস্কারে গড়িমসি, দুর্ভোগে শতাধিক পরিবার

Belonia Road News
1 minute read

Belonia Road News : পূর্ব কলাবাড়ীয়া গ্রাম পঞ্চায়েতের মনচন্দ্রপাড়া ও আপ্তপাড়া অঞ্চলের জাতি-জনজাতি অংশের প্রায় শতাধিক পরিবার চরম দুর্ভোগে পড়েছেন দীর্ঘদিন ধরে অবহেলিত এক কিলোমিটারেরও বেশি রাস্তার কারণে।

মাইছড়া বাজার থেকে আপ্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার অবস্থা বর্তমানে এতটাই বেহাল যে সেখানে বাইক, সাইকেল তো দূরের কথা, হেঁটেও চলাচল প্রায় অসম্ভব। স্থানীয়দের অভিযোগ, ওএনজিসি-র (ওয়েলস অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন) ভারী গাড়ি চলাচলের কারণে রাস্তাটি আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসীর দাবি, তারা বহুবার ওএনজিসি কর্তৃপক্ষকে রাস্তা মেরামতের অনুরোধ জানিয়েছেন, তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান কোনও স্থায়ী উদ্যোগ দেখা যায়নি। পরে এলাকার প্রধান সহদেব দাস ওএনজিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলে তারা রাস্তা আংশিকভাবে সংস্কারের আশ্বাস দেন এবং কিছু এলাকায় ইট সোলিংয়ের কাজ শুরু হয়।

তবে অভিযোগ উঠেছে, পুরো রাস্তাটি পুনর্গঠনের পরিবর্তে কেবলমাত্র ওএনজিসি-র নিজস্ব গাড়ি চলাচলের সুবিধার্থে কিছু স্থানে আংশিক ইট বিছানো হয়েছে। এতে করে সাধারণ মানুষ, বিশেষ করে স্কুলপড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক ও শ্রমিকদের চলাচলের সমস্যা নিরসন হয়নি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাস্তাটা এতটাই খারাপ যে কোনও অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এভাবে চলাফেরা করতে অনেকটাই সমস্যা হচ্ছে স্থানীয়দের।

এলাকাবাসীরা স্থায়ী ও পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানিয়ে ওএনজিসি এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে এলাকাবাসীর জীবনযাত্রা স্বাভাবিক হয়।

For All Latest Updates

ভিডিও