খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:43 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৩ অপরাহ্ণ

Bihar Tejaswi Jadav : বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ উপ মুখ্যমন্ত্রীর নাম, ভোটে লড়াই করা নিয়ে বড় দুশ্চিন্তা

Bihar Tejaswi Jadav
1 minute read

Bihar Tejaswi Jadav : বিহারে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়লো প্রাক্তন উপ মুখ্যমন্ত্রীর নাম। কিভাবে লড়বেন ভোটে, সেটা ভেবেই মাথায় হাত। বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে যখন প্রতিবাদে মুখর গোটা বিরোধী শিবির তখন লালু প্রসাদ যাদব এর পুত্র তেজস্বী যাদব এর নাম কাঁটা যাওয়া কে ঘিরে নতুন করে জল্পনা তৈরি।

যিনি এক সময় বিহারের উপ মুখ্যমন্ত্রী ছিলেন, নয়া সংশোধিত তালিকা থেকে নাকি তারই নাম বাদ পরে গেছে। এ যেন নতুন করে হাসির রোল ফেলছে। ততসঙ্গে দুশ্চিন্তা ও বাড়াচ্ছে। শুক্রবার বিহার নির্বাচন কমিশন সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করতেই আরযেডি নেতা তেজস্বী যাদব এর নাম কাঁটা যাওয়ার বিষয় টি প্রকাশ্যে আসে। আর তাতেই ক্ষেপে লাল , লালু পুত্র তেজস্বি যাদব।

পরক্ষনেই সাংবাদিক সনেম্লন ডেকে তিনি প্রশ্ন তুলেন ভোটার তালিকায় নাম না থাকলে কিভাবে ভোটে লড়বেন তিনি ? বিহারের প্রায় ৮.৫ % ভোটার এর নাম বাদ পড়েছে তালিকা থেকে। নেই বুথ নম্বর , ঠিকানা কিছুই। কার কার নাম বাদ পড়লো সেটা অব্দি বোঝা যাচ্ছে না।

এই নিয়ে বিজেপি সরকার কে তুলোধোনা করার সঙ্গে সঙ্গে এসআইআর এর আড়ালে বিজেপির হয়ে চক্রান্ত করছে নির্বাচন কমিশন এমনটাই অভিযোগ উঠতে শুরু করেছে। তেজস্বি যাদব এর নাম বাদ পড়া কি রাজনৈতিক ষড়যন্ত্র নাকি অন্য কোনো ভুল , সেটাই তদন্তের দাবী রাখছে।

এই ঘটনাকে ঘিরে সুর চরিয়েছে তৃনমূল কংগ্রেস শিবির ও যারা কিনা ইন্ডিয়া গঠবন্ধন এর সমর্থক। এই পরিস্থিতি তে এনডিএ পরিচালিত সরকারের ইশারায় চক্রান্ত করেই নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনীর উদ্যোগ নিয়েছে। এমনটাই অভিযোগ করেছেন তৃনমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।

সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার পূর্বে এই সংশোধনী প্রক্রিয়া এবং এর জেরে ৮.৫% ভোটার দের নাম তালিকা চ্যুত হওয়া নিয়ে দুশ্চিন্তার কারণ আরও দৃঢ় হচ্ছে। কারণ, কাদের নাম বাদ পড়েছে সেটাই এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে না। তাই জল্পনা আরও তুঙ্গে। এই অবস্থায়, তেজস্বী যাদব কিভাবে লড়বেন ভোটে, সেটা আরও বড় চিন্তার বিষয় আরযেডির জন্যে।

For All Latest Updates

ভিডিও