খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 12:42 PM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ১২:৪২ অপরাহ্ণ

Kingdom Movie Bengali Review : মুক্তি পেলো বিজয় দেবেরকোন্ডার ‘কিংডম’ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

Kingdom Movie Bengali Review
1 minute read

Kingdom Movie Bengali Review : বিজয় দেবেরকোন্ডা এবং পরিচালক গৌতম তিন্নানুরির বহু প্রতীক্ষিত স্পাই অ্যাকশন থ্রিলার ‘কিংডম’ আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নাগ ভামসি প্রযোজিত এই ছবিটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কেউ ছবিটিকে “ব্লকবাস্টার” বলছেন, আবার কেউ বলছেন—অপেক্ষার ফল অতটা মধুর হয়নি।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম, বিশেষ করে এক্স সিনেমাটি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। প্রশংসার পাশাপাশি সমালোচনার ঢেউও চোখে পড়ার মতো।

অনেক দর্শক ছবির অভিনয়, প্রোডাকশন ভ্যালু ও আবহসংগীতের প্রশংসা করছেন। একজন দর্শক লিখেছেন–

ছবিটি একটি ব্লকবাস্টার। গল্পের থিম, প্রথমার্ধে চরিত্রের নির্মাণ, দ্বিতীয়ার্ধের নাটকীয়তা ও বিজয়ের অভিনয় অসাধারণ। বিশেষভাবে উল্লেখযোগ্য দ্বিতীয়ার্ধের নৌকার সিকোয়েন্স!”

এছাড়াও কেউ কেউ মন্তব্য করেন,
“উচ্চ প্রোডাকশন ভ্যালু, আকর্ষণীয় প্রথমার্ধ, গৌতম থিন্নানুরির পরিচালনা ও অনিরুদ্ধের সঙ্গীত সত্যিই ছবিটিকে আলাদা করে তুলেছে।”

বিজয়ের অভিনয় নিয়েও বেশ উচ্ছ্বসিত অনেকে। একজন এক্স ব্যবহারকারী লিখেছেন–

“গল্পটা শুরু থেকেই টানটান। ভিডির অভিনয় দুর্দান্ত, সত্যও প্রশংসার দাবিদার।”

সমালোচনাও কম নয়..
সব দর্শকই অবশ্য এতটা সন্তুষ্ট নন।

“#Kingdom একবার দেখার মতো। লেখার চেয়ে কারিগরি দিকগুলো ভালোভাবে উপস্থাপিত হয়েছে। প্রত্যাশা কম রাখলে অভিজ্ঞতা ভালো হবে। ২/৫।”

আরেকজন বলেন:

“প্রচারণা দেখে অনেক বেশি আশা তৈরি হয়েছিল, যা পুরোপুরি পূরণ হয়নি। ভিডি ভালো করেছেন, সত্য দেব ভালো পারফর্ম করেছেন, কিন্তু ছবিটি আরও শক্তিশালী হতে পারত।”

‘কিংডম’ মুক্তির পর থেকেই দর্শকমহলে সৃষ্টি করেছে আলোচনার ঝড়। বিজয় দেবেরকোন্ডা ও গৌতম তিন্নানুরির এই নতুন প্রয়াস কারও জন্য চমকপ্রদ অভিজ্ঞতা, আবার কারও চোখে কিছুটা হতাশাজনক। তবে এটুকু নিশ্চিত, সিনেমাটি কথাবার্তা চালিয়ে যাচ্ছে এবং সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহলের ঘাটতি নেই।

আপনি কি ছবিটি দেখেছেন? আপনার মতামত শেয়ার করুন!

For All Latest Updates

ভিডিও