খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:45 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৫ অপরাহ্ণ

Italy Flight Crash Bengali News : বিমান ভেঙে পড়ল ইতালির ব্যস্ত রাস্তায়, মৃত্যু দুই জনের

Italy Flight Crash Bengali News
1 minute read

Italy Flight Crash Bengali News : ইতালির ব্রেসিয়া শহরে এক ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন দু’জন। বুধবার একটি ছোট বিমান আচমকাই ভেঙে পড়ে জাতীয় হাইওয়ের উপর। এই মর্মান্তিক দুর্ঘটনার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগুনে গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি, প্রাণে বাঁচতে ছুটতে দেখা যায় বহু পথচারীকে।

প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি মাঝআকাশ থেকে দ্রুত নিচে নামতে শুরু করে। হঠাৎ করেই হাইওয়ের উপর পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশ কেঁপে ওঠে, সৃষ্টি হয় প্রচণ্ড যানজট। আগুনের লেলিহান শিখা মুহূর্তে ছড়িয়ে পড়ে দুর্ঘটনাস্থলে।

নিউ ইয়র্ক পোস্ট সূত্রে জানা যাচ্ছে, বিমানটি সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারায়। পাইলট হয়তো জরুরি অবতরণের চেষ্টা করছিলেন, কিন্তু ব্যর্থ হন। এতে সরাসরি রাস্তায় পড়ে বিশাল বিস্ফোরণ ঘটে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে বিমানে থাকা দু’জনই প্রাণ হারিয়েছেন। আগুন নেভাতে দমকল কর্মীদের বহু চেষ্টা করতে হয়, তবে ততক্ষণে বিমানটির অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়।

ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির জাতীয় ফ্লাইট সুরক্ষা সংস্থা। ব্রেসিয়ায় পাঠানো হয়েছে সংস্থার এক পরামর্শদাতাকে। পাশাপাশি ব্রেসিয়ার পাবলিক প্রসিকিউটরের অফিস এই দুর্ঘটনাকে কেন্দ্র করে একটি হত্যাকাণ্ডের মামলা রুজু করেছে।

তদন্তকারীরা এখন বিমানের ধ্বংসাবশেষ পরীক্ষা করবেন এবং এর রক্ষণাবেক্ষণ সংক্রান্ত নথি খতিয়ে দেখবেন। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে উঠে পড়ে লেগেছে প্রশাসন।

For All Latest Updates

ভিডিও