খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 11 September 2025 - 06:55 AM
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ - ০৬:৫৫ পূর্বাহ্ণ

Tapasili Samanyay Samiti : তপশিলী জাতি সমন্বয় সমিতির ১০ম অঞ্চল সম্মেলন সফলভাবে সম্পন্ন

Tapasili Samanyay Samiti
1 minute read

Tapasili Samanyay Samiti : সিপিআই(এম) দুর্লভ নারায়ণ লোক্যাল অফিসে সম্প্রতি অনুষ্ঠিত হল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির ১০ম অঞ্চল সম্মেলন। দিনটির সূচনা হয় সংগঠনের রক্তিম পতাকা উত্তোলন ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। এ সময় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক তপন চন্দ্র দাস, যিনি শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শুরু করেন শ্রদ্ধা নিবেদনের পর্ব।

পরবর্তীতে একে একে শ্রদ্ধা জানান সংগঠনের বিভাগীয় সম্পাদক নিত্যানন্দ বর্মন, অঞ্চল সভাপতি হরিপদ দাস, বিভাগীয় সদস্য রঞ্জিত বর্মন, এবং গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য বানি সিং দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টরা।

সম্মেলনের আলোচনা পর্বে নেতৃত্বরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনস্বার্থবিরোধী নীতির সমালোচনায় সরব হন। জনজাতিদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক সুরক্ষার বিষয়ে তাঁদের বক্তব্যে উঠে আসে নানা গুরুত্বপূর্ণ দিক।

সম্মেলনের শেষ পর্বে গঠিত হয় ১৫ সদস্যের একটি নতুন অঞ্চল কমিটি। নতুন কমিটির সম্পাদক নির্বাচিত হন কমল দাস এবং সভাপতির দায়িত্ব পান সঞ্জিত দাস।

এই সম্মেলন তপশিলী জাতি সমন্বয় সমিতির সংগঠনিক কর্মকাণ্ডে এক নতুন গতি এনে দেবে বলে আশাবাদী নেতৃত্বরা।

For All Latest Updates

ভিডিও