Bishalgarh Tipra Motha News : সিপিআইএম কর্মীর বাড়িতে হামলা অথচ দেখা নেই সিপিআইএম এর নেতাদের । দেখা করতে গেলেন তিপ্রা মথার নেতৃত্বরা । মঙ্গলবার সিপিআইএম এর মিছিল কে কেন্দ্র করে বিশালগড়ে উত্তাপ ছড়িয়ে পড়ার সাথে সাথে করুইমুরা স্থিত সিপিআইএম কর্মীর বাড়িতে চলে নৃশংস হামলা। ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হতে চললেও ক্ষতি গ্রস্ত বাম কর্মীর বাড়িতে যেতে কিংবা উনার খোঁজ নিতে দেখা গেল না খোদ বামেদের।
অথচ ঘটনা জানতে পেরে ছুটে গেল শাসক শরিক তিপ্রা মথা দলের নেতৃত্ব। তিপরা মথা মাইনোরিটি সেলের চেয়ারম্যান শাহ আলম সহ এক প্রতিনিধি দল এদিন মোশারফ হোসেন এর বাড়ি যান এবং এই ঘটনা প্রত্যক্ষ করেন এবং তিনি এই ঘটনা কে রাজনৈতিক ঘটনা নয় বরং উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি চক্রান্ত বলে আখ্যা দিয়েছেন।
সুশান্ত দেব এর বিধানসভা কেন্দ্রে এধরণের ঘটনা , ভাবাই যায় না। অফিসটিলায় রাজনৈতিক বিবাদের প্রভাব কেন করইমুড়া স্থিত এক সাধারণ বাম কর্মীর বাড়িতে পরলো ? কেন পার্টি অফিস লাগোয়া মহকুমা সম্পাদক পার্থ প্রতিম মজুমদারের বাড়ি কে টার্গেট করা হল না ? তবে কি এই সম্পূর্ণ টাই একটা ভিন্ন চক্রান্ত ? প্রশ্ন তুলেছেন শাহ্ আলম। উনি পরোক্ষভাবে বোঝাতে চেয়েছেন যে বামেরা ইচ্ছে করেই এই ঘটনা ঘটিয়ে শাসক এর নাম দিতে চাইছে । যদিও এই বক্তব্যের ভিত্তি স্পষ্ট নয়।
এদিকে আক্রমণের প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও বাম দলীয় কোনো নেতৃত্ব কে মোশারফ হোসেনের বাড়ি যেতে দেখা যায়নি। শোনা যাচ্ছে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এক দল দুর্বৃত্ত আবার আড়ালে থেকে উঁকি ঝুঁকি ও দিচ্ছে। মোশারফ হোসেন এর বাড়ি তে কাদের যাতায়াত হচ্ছে সেদিকেও নাকি নজর দাড়ি চলছে। অতএব , এই কারনেও কি বাম নেতৃত্বরা এখনো তার বাড়িতে যাননি কিনা সেটাও আশংকার বিষয় রয়েছে। দলীয় কর্মীর এহেন ক্ষতির পর আবারো যাতে কোনো বিপদ পুনঃসংগঠিত না হয়, সেদিকে খেয়াল রেখেই হতে পারে এখনো চুপ আছেন তারা। তবে এই ঘটনায় যে ক্ষত মোশারফ হোসেনের হয়েছে তা অপূরণীয়।