Coronavirus and cancer

ক্যান্সার রোগীদের জন্যে আশার আলো নিয়ে এসেছে কোভিড ১৯ জানাচ্ছে বিদেশী রিপোর্ট

যে করোনা ভাইরাস দীর্ঘ দুই বছর রীতিমতো নাভিশ্বাস তুলে দিয়েছিল গোটা বিশ্বের, সেই ভাইরাসই নাকি আশীর্বাদ হয়ে এসেছে ক্যান্সার রোগীদের জন্যে! অবাক করা এই তথ্য সামনে এসেছে এবার বেশ কিছু জাতীয় সংবাদ মাধ্যমের দৌলতে।
জার্নাল অফ ক্লিনিক্যাল ইনভেস্টিগেশানে এই যুগান্তকারী তথ্য প্রকাশিত হতে চলেছে বলে দাবী করা হচ্ছে। এই তথ্য অনুযায়ী ২০১৯ এর শেষের দিক থেকে ২০২১ এর প্রায় শেষ লগ্ন পর্যন্ত যে করোনা ভাইরাসের তাণ্ডবে অতিষ্ঠ ছিল গোটা বিশ্ব সেই ভাইরাস এর কারণেই নাকি উপকৃত হয়েছেন বহু ক্যান্সার আক্রান্ত রোগী। বিশেষ করে যাদের টিউমার ক্যান্সার রয়েছে তাদের দেহে এই ভাইরাস ব্যাক্টিরিয়া নিধন কারী হিসেবে কাজ করেছে।
যদি এই তথ্য সঠিক বলে প্রমানিত হয় তবে বিশ্বে ক্যান্সার রোগের চিকিৎসা বিজ্ঞানে এক নতুন মাত্রা সংযোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যে মারণ ব্যাধি ক্যান্সার নিরাময়ের কোনো মেডিসিন আজ অব্দি আবিষ্কৃত হয়নি সেই ঔষধ ও তৈরি হয়ে যেতে পারে আর বেঁচে যেতে পারেন লক্ষ লক্ষ ক্যান্সারে জরাগ্রস্থ রোগীরা।
যান গেছে , মার্কিন যুক্ত রাষ্ট্রের বেশ কিছু গবেষক মিলে এই পরীক্ষা ও পর্যবেক্ষণ চালিয়েছেন। আর তাতেই দেখা গেছে যে করোনা ভাইরাস টিউমার ক্যান্সার আক্রান্ত দের জন্যে আশীর্বাদ স্বরূপ কাজ করেছে।
নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের এক থোরাসিক সার্জারির প্রধান জানিয়েছেন, যে করোনা সংক্রমন চলাকালীন বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছিলেন যে করোনা সংক্রমিত টিউমার ক্যান্সার রোগীদের দেহে এই সংক্রমণের পর বেশ কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেছে। হয় তাদের টিউমারের আকার কমেছে, নতুবা বৃদ্ধি স্থগিত হয়ে গেছে। এই তথ্য পাওয়ার পরেই বিষয় টি নিয়ে গবেষণা শুরু করেছিলেন বিশেষজ্ঞরা, যার ফাইনাল রিপোর্ট চলতি মাসেই প্রকাশ পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর যদি এমনটা হয় তবে তা ক্যান্সার নিরাময়ের গবেষণায় দুর্দান্ত সাফল্য এনে দেবে তা নিশ্চিত।

Leave A Reply