Swapna Debbarma Mungiakami

জঙ্গলে গুলি বিদ্ধ জনজাতি মহিলার খুন কাণ্ডে গ্রেফতার এক যুবক

জঙ্গলে কাজ করতে গিয়ে গুলি বিদ্ধ হয়ে প্রাণ হারান এক জনজাতি অংশের মহিলা। মৃতার নাম স্বপ্না দেববর্মা। ঘটনা ঘটেছিল গত ১৪ই নভেম্বর। সেই ঘটনার তদন্ত চলছিল জোর কদমে। আর তাতেই এক ব্যক্তি কে আটক করলো পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার বাসিন্দা স্বপ্না দেববর্মা তার সঙ্গেরই অন্য দুই মহিলার সাথে আঠারো মুড়া রেঞ্জের গভীর জঙ্গলে সবজি ও বুনো আলু সংগ্রহের জন্য গিয়েছিল । আর সেখানেই সে গুলিবিদ্ধ হয় । পরে তার সঙ্গী অপর দুই মহিলা নমিতা দেববর্মা এবং সুক্লা রানী তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং মুঙ্গিয়াকামি হাসপাতালে নিয়ে যায়। খবর যায় মুঙ্গিয়াকামি থানায়। এমজিকেপিএস মামলা নং 20/24 ইউ/এস 109 বিএনএস এবং 25/27 অস্ত্র আইনে মামলা নথিভুক্ত হয় । শুরু হয় তদন্ত।

Swapna Debbarma Mungiakami
Swapna Debbarma Mungiakami

মুঙ্গিয়াকামি পিএস , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ১৭ই নভেম্বর রবিবার সন্ধিরাম দেববর্মা নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে এবং জিজ্ঞাসাবাদ চালায়। আর তাতেই ঐ হত্যা কাণ্ডে সে জড়িত থাকার কথা স্বীকার করে। তেলিয়ামুড়া মহকুমা শাসক অফিসের ডি সি এম অঞ্জন দাস এবং দুই স্বতন্ত্র সাক্ষীর উপস্থিতিতে তার বিবৃতি লিপিবদ্ধ কড়া হয়। আর সেই ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মুঙ্গিয়াকামি থানার ওসি এবং স্টাফ অভিযুক্ত সন্ধিরাম দেববর্মা কে ঘটস্থলে নিয়ে যায় । সেখানে সে পুলিশকে অপরাধের অস্ত্র দেখায় এবং প্রদর্শনের মাধ্যমে অপরাধের দৃশ্য পুনর্গঠন করে দেখায় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন ।
এই খুন কাণ্ড সে কেন ঘটিয়েছে তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে রাজ্যে অস্ত্রের ব্যবহার যে অবাধে চলছে এবং সাধারণ মানুষ যে নিরাপদ নয় তা একেবাড়ে স্পষ্ট। কারা দিচ্ছে এই অস্ত্রের যোগান ? এটাই ভাবার বিষয় !

Leave A Reply