Human Trafficker Raju
দীর্ঘ তল্লাশির পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লো ভারতীয় এক মানব পাচারকারী
ত্রিপুরা কে করিডোর করে ভারতে অবৈধ ভাবে অনুপ্রবেশ করছে বাংলাদেশীরা। বিনা পাসপোর্ট ভিসায় দেদার ঢুকে পড়ছে চোরা পথে। আবার এ পারের কিছু মানব পাচার ব্যবসার সাথে যুক্ত দুষ্ট চক্র কিছু অর্থের বদলে বাংলাদেশ থেকে ঘুরপথে বাংলাদেশী দের এপারে নিয়ে আসছে এবং রেল যোগে তাদের পাঠিয়ে দিচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। এই ধরণের ঘটনা নিত্যদিন ঘটছে। বিগত দু তিন মাসে রাজ্যে এমন বহু বাংলাদেশী ধরা পড়েছে রেল পুলিশের হাতে। ধরা পড়েছে অনেক মানব পাচার কারী ও ।
একই ভাবে আবারো আটক ভারতীয় এক মানব পাচারকারী। বৃহস্পতিবার রাতে গোপন খবরের ভিত্তিতে বি এস এফ, আমতলী থানা ও আগরতলা জি আর পি থানার যৌথ প্রয়াসে ১ মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে, ১ ভারতীয় মানব পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে বেলাবর পালপাড়া এলাকা থেকে । আটক ঐ পাচারকারীর নাম রাজু মিয়া , বয়স ৪০ বছর। অনেক দিন ধরে সে অনেক বাংলাদেশী নাগরিক দের অবৈধ ভাবে বর্ডার ক্রস করে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করেছে রেল পথের মাধ্যমে। অনেক দিন আগরতলা জি আর পি থানার পুলিশ সাদা পোশাকে তাকে তাল্লাশি চালিয়ে যাচ্ছিল। উল্লেখ্য , এই এলাকায় আরো মানব পাচার কারীর নাম উঠে এসেছে। তাঁদেরকেও শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। আটক রাজু মিয়া কে আগরতলা জি আর পি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আজ তাকে আগরতলা মহামান্য আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন থানার ওসি তাপস দাস।
বর্ডার লাগোয়া এলাকা গুলি তে এই মানব পাচার কারীদের আস্ফালন অনেকটাই বেশি। বর্ডারে নিরাপত্তা আরও বৃদ্ধি করার জন্যে ইতিমধ্যেই লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব দাবী জানিয়েছেন। রাজ্যের বেশ কিছু সীমান্তে এখনো পড়েনি কাঁটা তারের বেরা। তাই রাজ্য সহ গোটা দেশের নিরাপত্তা নিয়ে একটা দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। যদিও পুলিশ প্রশাসন সজাগ হয়ে এই পরিস্থিতি গুলিকে সামাল দেবার চেষ্টা চালাচ্ছেন।