Kapil Sharma gets legal threat
রসিকতার ছলে কবিগুরু কে অপমান করা হল Kapil Sharma Show এর মঞ্চে , কোর্টে গরালো মামলা
ভারতীয় টেলিভিশনের জগতে অন্যতম জায়গা করে নিয়েছে বলি তারকা তথা হাসির রাজা কপিল শর্মার শো। ছোট থেকে বড় এমন কেউ নেই যে এই শো টি দেখেননি। বরং অনেকের কাছে রোজ কার রুটিন নামায় তালিকাভুক্ত এই শো। দর্শকেরা যেমন ভালোবাসা দিয়েছেন এই শো কে তেমনি দর্শকদের ও অনেক মনোরঞ্জন দিয়েছেন তারকা কপিল।
কিন্তু সময়ের সাথে সাথে হাসি ঠাট্টা খুনসুটির সীমা ছাড়িয়ে বহুদুর পাড়ি দিচ্ছে এই শো এবং এর আয়োজকেরা। সীমা বদ্ধতা কিংবা শালীনতার যে বাউন্ডারি থাকা প্রয়োজন সেটুকু পরোয়া না করেই দেদার যাকে পারা যায় তাকে নিয়েই চলছে মজা করা। এবার একই কায়দায় কপিল এর শো তে ঠাট্টার পাত্র করে তোলা হল বাঙ্গালীর ভাবাবেগ জরানো বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কে । উনার একটি গানের কিছু পংক্তি নিয়ে ঠাট্টা করতেই তেলে বেগুনে জ্বলে একাকার ভারতীয় বাঙ্গালিরা।
এই নিয়ে এবার মামলা ও হয়েছে কপিল শর্মা ও তার এই শো এর বিরুদ্ধে। আইনি নোটিশ পৌঁছে গেছে কপিল শর্মার হাতে। গত ১লা নভেম্বরেই এই নোটিশ দেওয়া হয়েছে উনাকে। বঙ্গ ভাষা মহাসভা ফাউন্ডেশনের (বিবিএমএফ) সভাপতি ডক্টর মণ্ডল তাঁর উকিল নৃপেন্দ্র কৃষ্ণ রায়ের মাধ্যমে এই নোটিশটি পাঠিয়েছেন কপিল শর্মা কে। নোটিসে বলা হয়েছে যে, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করা হয়েছে এবং তা শুধু ভারতে নয় গোটা বিশ্বের সমস্ত বাঙালিদের ধর্মীয় ও সাংস্কৃতিক অনুভূতিকে আঘাত করেছে।
নোটিসের জবাব ও দিয়েছেন দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এর নির্মাতারা। তারা বলেছেন যে ‘রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ এবং ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করার মতো কোনও উদ্দেশ্য তাদের ছিল না। দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো একটি কমেডি প্রোগ্রাম যা সম্পূর্ণরূপে বিনোদন ও মনোরঞ্জনের উদ্দেশ্যে নির্মিত। তারা আরও জানিয়েছে যে, এই শো কাল্পনিক প্রেক্ষাপটের উপর নির্মিত। যেটি কোনও নির্দিষ্ট ব্যক্তি বা সম্প্রদায়কে আঘাত করার উদ্দেশ্য রাখে না।
উল্লেখ্য , সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া “ দো পাত্তি” ফিল্মের তারকা কাজল , কৃতি ও শাহির কে নিয়ে আয়োজিত কপিল শর্মা শো তে অভিনেতা কৃষ্ণা অভিষেক বঙ্গ অভিনেত্রী কাজল কে পাশে পেয়ে মজার ছলেই কবিগুরু রবীন্দ্র নাথ ঠাকুরের “একলা চলো রে” গানের পংক্তি নিয়ে খানিকটা মজার ছলে ও অশ্লীল অঙ্গভঙ্গি করেন। আর সেটা দেখেই আপত্তি প্রকাশ করেছেন অনেকে। তবে নির্মাতা দের দাবী এটা সম্পূর্ণ ভাবেই বিনোদনের জন্যে ছিল। কিন্তু সব ক্ষেত্রে বারংবার বাঙ্গালী দের কেই কেন টার্গেট করা হবে ? এর আগেও বহুবার কপিল শর্মা শো তে বাঙ্গালী অভিনেত্রী সুমোনা চক্রবর্তী কে নিয়ে বহু ঠাট্টার ছলে অপমান জনক আলোচনা হয়েছে।, যা নিয়ে এক সময় আপত্তি প্রকাশ করেছিলেন অভিনেত্রী নিজেই। এবার রবীন্দ্র নাথ ঠাকুরের গান নিয়ে এমন অঙ্গভঙ্গি ও বার্তালাপ কে কোনো ভাবেই প্রশ্রয় দিতে চাইছেন না সচেতন রবীন্দ্র অনুরাগি বাঙ্গালীরা।