খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 9 July 2025 - 02:36 AM
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ০২:৩৬ পূর্বাহ্ণ

SFI Membership campaign Aralia: আড়ালিয়ায় এসএফআই এর সভ্যপদ অভিযান

SFI Membership campaign Aralia
1 minute read

SFI Membership campaign Aralia

আড়ালিয়ায় এসএফআই এর সভ্যপদ অভিযান

ডিউয়াইএফআই এর পর এবার সভ্যপদ অভিযান শুরু করলো বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। বৃহস্পতিবার প্রতাপগর বিধানসভার অন্তর্গত আরালিয়া এলাকায় এসএফআই আরালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে এই সভ্যপদ অভিযান চালু হয়। এদিন সকাল ৭ টায় আরালিয়া স্থিত চাম্পামুরা এলাকায় সভ্যপদ অভিযান শুরু হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন এসএফ আই রাজ্য সভার নেত্রী নিলাঞ্জনা রায় সহ এসএফআই লোকাল কমিটির নেতৃত্বরা। এদিন উক্ত এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সভ্যপদ অভিযান সারলেন উদ্যোক্তারা। এই অভিযানের মধ্যে দিয়ে গোটা রাজ্যের ছাত্র যুব শক্তি কে একত্রিত করে আগামী দিনে এসএফআই কে আরও সুসংগঠিত করা ও ছাত্র যুবাদের উন্নয়নে কাজ করার লক্ষ্যে এগোচ্ছে এসএফআই।
উল্লেখ্য, ২০১৮ তে রাজ্যে সরকারের পালা বদলের পর সর্বত্রই এক প্রকার স্তব্ধ হয়ে পড়েছিল বামপন্থী দল ও এর শাঁখা গুলো। ২০২৩ এর বিধানসভা নির্বাচনের পূর্বে যদিও ঘুমন্ত অবস্থা থেকে জেগে উঠেছিল তারা। কংগ্রেসের সাথে হাতে হাত পায়ে পা মিলিয়ে লড়াই এর ময়দানে ও অবতীর্ণ হতে দেখা গিয়েছিল তাদের। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হল না। ক্ষমতায় রয়ে গেল বিজেপি দলই।
সময়ের সাথে , পরিস্থিতির চাপে পরে বহু ছাত্র , যুবারা ঘর বন্ধি হয়ে পরে। মাঠে ময়দানে বুক চিতিয়ে লড়াই করতে গেলেই হামলা হুজ্জুতির শিকার হতে হবে এই ভয়েই এক প্রকার কোণঠাসা হয়ে পরে অনেকে। তাই তাদের কে পুনরুজ্জীবিত করতে সভ্যপদ অভিযান চালু করা হয়েছে। কিছুদিন আগেই ডিউয়াইএফআই রাজ্য কমিটির উদ্যোগে এই সভ্যপদ অভিযান শুরু করা হয়। তাতে ও স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে নতুন প্রজন্ম। আশা করা হচ্ছে যে এই অভিযান নব্য প্রজন্মকে উজ্জীবিত করে আগামী দিনে রাজ্যের ছাত্র যুবাদের হয়ে কাজ করার ক্ষেত্রে নতুন মাত্রার যোগান দেবে।

For All Latest Updates

ভিডিও